আমাদের কথা খুঁজে নিন

   

শুধু মাত্র একটি মহিলার একগুয়েমির জন্য সব কিছু ভেঙে পড়ছে, দেখা দিয়েছে ব্যর্থ রাষ্ট্রের মৌলিক লক্ষণগুলো

মত প্রকাশে আপোষহিন।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থান সৃষ্ট রাজনৈতিক সহিংসতায় রাষ্ট্রযন্ত্রই বিকল হতে বসেছে বাংলাদেশের। ভেঙে পড়ছে রাষ্ট্রের মূল স্তম্ভগুলো। আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। ধসে পড়েছে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনীতি।

ন্যুব্জ হতে বসেছে জাতির মেরুদণ্ড শিক্ষাও। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো উদ্বিগ্ন মানবাধিকারকর্মী, সংবিধানবিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানীসহ সব ক্ষেত্রের বিশিষ্টজনরা। তাদের মতে, বাংলাদেশে ব্যর্থ রাষ্ট্রের মৌলিক লক্ষণগুলো দেখা দিয়েছে। এর বড় প্রমাণ হল, রাষ্ট্রযন্ত্র এখন সাধারণ মানুষের পাশে নেই। মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রযন্ত্র কাজ করছে না।

চারদিকে সন্ত্রাস যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে মানুষ এখন চরমভাবে অবহেলিত। রাজনৈতিক সংকট সংলাপের মাধ্যমে সমাধান না-করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উপর্যুপরি মামলা দেওয়া হচ্ছে, যা ব্যর্থ রাষ্ট্রের কাজ সুশাসনের জন্য নাগরিক সুজনের মহাসচিব ড. বদিউল আলম মজুমদার আমাদের সময়কে বলেন, দেশে এখন সুশাসন নেই। যেকারণে পদে-পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা পরিষ্কারভাবে রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার লক্ষণ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. রাশেদা ইরশাদ নাসির বলেন, চলমান সহিংসতায় মানুষের সব ধরনের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের সম্পদ, যার মালিক জনগণ। রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হয়। এর সবই ব্যর্থ রাষ্ট্রের প্রাথমিক লক্ষণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, দেশে বর্তমানে চরম বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। দেখলে মনে হয় দেশে কোনও সরকার নেই।

সরকারি ও বিরোধী দল যে যার মতো করে মানুষহত্যা করছে। রাষ্ট্রযন্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহূত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী নির্বিচারে গুলি চালাচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। অথচ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না সরকার।

দেশ চালাবেন যারা, সেই রাজনীতিকরা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ এগুলোই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নামে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায়, তখন সরকারের অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। রাষ্ট্র নয়, সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.