আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণার 'ইত্যাদি'

দেশের ঐতিহ্যকে তুলে ধরার অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে 'ইত্যাদি'।

এবারও তার ব্যতিক্রম ছিল না। মহেড়া জমিদার বাড়িতে চিত্রায়িত হয়েছে জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান। 'ইত্যাদি'র এবারের পর্বটিকে অনুপ্রেরণার সম্ভার বলা যায়। দুটি প্রতিবেদন প্রচার করেছে এবারের 'ইত্যাদি'।

একটি দুই শারীরিক প্রতিবন্ধীকে নিয়ে, অন্যটি বৃক্ষপ্রেমীদের নিয়ে।

শারীরিক প্রতিবন্ধী দুজন বিদ্যুৎ দুর্ঘটনার শিকার। এরপরও কতটা সফলভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। আমরা যারা সুস্থ-স্বাভাবিক, আমাদের থেকেও বেশি তাদের জীবনবোধ আর কিছু করার আগ্রহ। এরা হচ্ছেন মুন্সীগঞ্জের মোহাম্মদ শরীফ এবং লক্ষ্মীপুরের মোহাম্মদ মহিউদ্দিন।

শরীফ হারিয়েছেন দুটি পা এবং একটি হাত। এরপরও চমৎকার ক্রিকেট খেলেন তিনি। স্থানীয় একটি দলের অধিনায়ক সে। তার নেতৃত্বে দলটি ১০টি টুর্নামেন্টের মধ্যে ৮টিতে চ্যাম্পিয়ন। শরীফ নিজে বহুবার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

সত্যিই এ এক বিস্ময় বালক। আরেকজন শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিন হারিয়েছেন দুটি হাত-দুটি পা। তবুও তিনি নিজের উপার্জনে স্ত্রী-সন্তান নিয়ে সুখে আছেন। দুটি কৃত্রিম পা ব্যবহার করে হাঁটছেন, সাইকেল চালাচ্ছেন, ওষুধের ফার্মেসি চালাচ্ছেন, ফ্লেঙ্েিলাড করছেন, কম্পিউটার চালাচ্ছেন। সত্যিই অবাক বিস্ময়।

কিন্তু এ মানুষটি চাকরি করত পল্লী বিদ্যুতে। দায়িত্ব পালন করতে গিয়েই দুর্ঘটনায় পড়েছেন। পরদিনই তার চাকরি চলে যায়। এই দুজন প্রতিবন্ধীকে ইত্যাদির পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়া হয়।

এ প্রতিবেদনের পাশাপাশি আরও একটি প্রতিবেদন ছিল 'গ্রিন সেভার্স' নামের একটি সংগঠনকে নিয়ে।

এ প্রতিষ্ঠানের সদস্যরা 'আমাদের গরজে-আপনার খরচে' স্লোগান নিয়ে শহরের বাড়িতে বাড়িতে পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে অল্প খরচে ফুল-ফল, সবজি বাগান করে দেয় এবং পরিচর্যা করার পরামর্শ দেয়। এমন একটি মহৎ কাজের জন্য 'গ্রিন সেভার্স'র সদস্যরা অবশ্যই অভিনন্দনের দাবিদার। এ দুটি অনুপ্রেরণার প্রতিবেদন বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাবে। 'ইত্যাদি' অনুষ্ঠানের অন্য নাট্যাংশগুলোও ছিল প্রশংসিত। বিশেষ করে সময়োপযোগী নির্বাচনে মানুষ সাপ্লাই ব্যবসা ভালো ছিল।

সব মিলিয়ে চমৎকার একটি পর্ব ছিল এবারের 'ইত্যাদি'। আর সবকিছুর জন্য 'ইত্যাদি'র প্রাণপুরুষ হানিফ সংকেতকে ধন্যবাদ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।