আমাদের কথা খুঁজে নিন

   

দেশের গান, অনুপ্রেরণার গান ।

গান শুধু গান !!!

দেশের গানগুলো শুনলে অসম্ভব সুন্দর কিংবা শিহরনের অনুভুতি কাজ করে । সেই অনুভুতির নাম জানা নেই । ব্যান্ডের গানগুলো যেন এক কাঠি সরেস । জেমসের বাংলাদেশ এবং আয়ুব বাচ্চুর বাংলাদেশ গান দুটো শুনেন নাই এমন মানুষ পাওয়া বিরল । দুটো গানের লিরিক এবং সুর অসাধারণ ।

আজ ২৬শে মার্চ । স্বাধীনতা দিবস । ১৯৭১ সালের এই দিনে এই সময়ে পাকিস্তানি হানাদাররা নিরস্ত্র লাখো বাংলাদেশীর উপর নির্লজ্জভাবে ঝাঁপিয়ে পড়েছিল । ঘৃণা সেসব পশুদের প্রতি যারা আমাদের স্বাধীনতাকে রুদ্ধ করতে চেয়েছিল । তবে ঐ সব হিংস্র জানোয়াররা পারেনি পেরে উঠতে আমাদের মুক্তিকামি দেশদরদী মানুষের সাথে ।

পরাজীত হয়ে লজ্জিত পরাস্ত পথ কুক্কুরের ন্যায় অসহায় আত্মসমর্পন করেছিল সেইসব দানবেরা আমাদের নিরস্ত্র মানুষের সাহস আর ত্যাগের কাছে । শ্রদ্ধা সেইসকল মুক্তিযোদ্ধাদের যাঁদের অবদানে আমরা আজ মুক্ত স্বাধীন দেশের নাগরীক , যাঁদের কল্যাণে আমরা আমাদের নিজস্ব দেশ, ভাষা এবং সংস্কৃতি পেয়েছি । বাংলাদেশ-জেমস তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সোহরাওয়ার্দী শেরেবাংলা ভাষানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জসিম উদ্দিনের নকশী কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধূলি তুমি ত্রিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর ভাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম শীর তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধীকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রঙ তুলির আঁচড় শহীদুল্লাহ কায়সার মুনীর চোধুরীর নতুন দেখা সে ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালীর গর্ব বাঙালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠো সুমুধুর তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রৌদ্দুর তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার তুমি ক্রন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি বাংলাদেশ-আয়ুব বাচ্চু তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্ত্যমিল তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখী তুমি কষ্টের, নিভৃত কান্নায়,ভরা যন্ত্রণার সবই তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি, গুমড়ে থাকা ক্রোধ। তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ তুমি সুখের সেই দিন গুলি শেষে হারিয়ে যাওয়া কেউ... তুমি ভ্রান্তি নয় বাস্তবতার শূন্য ভাতের থালা তুমি ক্রোধ ঘৃনার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত। তুমি চাওয়া না পাওয়ার মাঝে অসম সমীকরণ তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ে রক্তক্ষরণ।

তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত ভুলের ইতিহাস। তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শূন্য বুক। "তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ তবু ভালো লাগা ভালোবাসায় তুমি আমার বাংলাদেশ আমার বাংলাদেশ......." বাংলাদেশ-আজম খান বাংলাদেশ-হাসান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা । আশা করি গানগুলো ভাল লাগবে, স্বপ্ন দেখাবে, নতুন করে ভালবাসতে শেখাবে সবাইকে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.