আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার ইরান সফরের খবর অস্বীকার করল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বছরের মাঝামাঝি সময়ে ইরান সফরে আসবেন বলে যে খবর প্রচারিত হয়েছে যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে।
 
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কাইটলিন হাইডেন মার্কিন দৈনিক দ্যা হিলকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, 'এ খবরে কোনো সত্যতা নেই।'
 
কুয়েতের আরবি দৈনিক আজ-জারিদা গতকাল এক প্রতিবেদনে দাবি করেছিল, আগামী বছর তেহরান সফরের পরিকল্পনা করছেন ওবামা। দৈনিকটির খবরে বলা হয়েছে, আজ-জারিদাকে মার্কিন এক কূটনীতিবিদ বলেছেন, আগামী বছরের মাঝামাঝি তেহরান সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ খবরটি অনুবাদ করে প্রকাশ করেছে মার্কিন সাপ্তাহিক উইকলি স্ট্যান্ডার্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।