আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ সম্পর্কিত প্রচলিত কিছু কথনঃ -



১। মানুয পরিবর্তনশীল =Man is Ershad ২। এই বুড়ো বয়সে যে উনি এতো ভালো ডিগবাজি দেখাতে পারবেন সেটা তখনই বুঝে ছিলাম যখন বিদিশাকে বিয়ে করেছিলেন...!!! ৩। এরশাদ সম্পর্কে একটা কথায় ভবিতব্য তা হল, এরশাদ পল্টি খাবেই ৪। মশাও একটা পাখি ,ডাইল ও একটা তরকারি ,সানি লিওন ও ভার্জিন আর এরশাদের কথারও দাম আছে।

৫। আমরা সকলেই জানি, রাজনিতিতে শেষ কথা বলতে কিছু নেই , কিন্তু এখন থেকে আমরা জানবো, রাজনিতিতে এরশাদ বলতে কিছু নেই.. ৬। আচ্ছা ভাই, আপনাদের কারো কাছে কি চাচার জন্য একখান, বাঁশ হপে? ৭। আমার তো মনে হয় উনার ডান কাঁধের ফেরেশতা নাই-ই। হাতে ভবিষ্যতেও কোন কাজ আসার সম্ভাবনা নাই দেখে চলেই গেছেন।

৮। একটা মশা তারও একটা পরিচয় আছে রং আছে, ধর্ম আছে , এদের মধ্যে কিছু কিছু আছে আবার এক্সপার্ট কোয়ালিটির । অবশ্য কিছু কিছু মশার আবার মতলব খারাপ থাকে , চরিত্ররের মধ্যে হাল্কা পাতলা ভেজাল মিশানো থাকে তারা গান না শুনিয়েই রক্ত খেয়ে ভেগে যায় মাগার ধর্ম কিন্তু একটাই রক্ত খাওয়া । বিশ্ব বেহায়া কমিটির অন্যতম সংগঠক ও ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ আমার চাচা হেতের রঙ ধর্ম কিতা ভাইলুক ?? আফসুস এখনো বুঝিয়া উঠিতে পারলাম না । ৯।

কেউ পলটি মারলে নতুন গালির সংযোজনঃ তুই একটা এরশাদ। ১০। মেয়ে মানুষের মন বোঝার চাইতে এরশাদের মন বোঝা কঠিন। ১১। হোমো এরশাদকে অবিলম্বে সত্য সন্ধানী ফ্রুটিকা জুস খেতে দেয়া হোক, যেন তার পেট থেকে সত্য কথা বের হয়।

১২। জয়তু এরশাদ। আপনিই যোগ্য রাজনীতিবিদ। আপনি আছেন বলেই গোপাল ভাঁড়, চার্লি চ্যাপলিনের যুগ শেষ হবার পরেও পৃথিবীতে হাস্যরস টিকে আছে। ১৩।

কাকু আমার একটা জীবন্ত কিংবদন্তী। ১৪। তুমি মানুষ না এরশাদ? ১৫। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই,কারন রাজনীতিতে এরশাদ আছে। ১৬।

কাগুর মাথার ভিত্রে হাগু। ১৭। আমার এই পোস্ট পড়তে পড়তে যদি খবর আসে নির্বাচন করছেন এরশাদ , তাহলে আমি মোটেও অবাক হব না। ১৮। এরশাদ্রে একটা ইস্যুতে গালি দিয়ে শেষ করতে না করতে দেখা যায় পাল্টি দিসে বরই বিব্রতকর অবস্থায় পড়ে যাই ...এই কারণেই মনে হয় সামু কর্তৃপক্ষ, স্ট্যাটাসের এডিট অপশানটা রেখেছে যাকক, এতদিনে বুঝা গেলো ১৯।

এরশাদ কাক্কুরে ফেবু আইডি খুলিয়া দেওয়া হওক . . . কাক্কুর কি দোষ ? কাক্কু ও তো মানুষ । কাক্কুর ও তো বিনোদনের দরকার আছে . . . . ২০। শালায় ব্যাপক একটা বিনোদন। ২১। গুড়া দুধ আর গরুর দুধের মধ্যে পার্থক্য বোঝা সম্ভব কিন্তু কোনোভাবেই এরশাদের মনের অবস্থা বোঝা সম্ভব না।

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে এরশাদ হয়ে যায় ২২। দুইটি প্রাণী ইচ্ছামত রঙ বদলাতে পারে। ১.গিরগিটি ২.এরশাদ। ২৩। সাপ কে বিশ্বাস করো কিন্তু এরশাদ কে বিশ্বাস করো না - মানুষের বৈজ্ঞানিক নাম (homo sapiens) ; এরশাদের বৈজ্ঞানিক নাম (Homo Ershad) ২৪।

এরশাদ মানেই আসল পুরুষ - আকাশের রঙ আর এরশাদের মন ক্ষণে ক্ষণে বদলায়। ২৫। একজন এরশাদ; সাঁরা জীবনের কান্না ২৬। এরশাদ বারবার বেলতলায় যায় ২৭। অসম্ভবকে সম্ভব করায় এরশাদের কাজ ২৮।

এরশাদ মানেই সেইরাম বিনুদুন ২৯। এরশাদকে অর্জনের চেয়ে এরশাদকে রক্ষা করা কঠিন। অনেকের স্ট্যাটাস থেকে সংগৃহীত। পরিশেষে আমি বলি, এই অবুঝ বাচ্চাটার পেছনে সবাই কেন লেগেছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।