আমাদের কথা খুঁজে নিন

   

পেট্রোল বোমায় আহত আরও একজনের মৃত্যু

বিরোধীদলীয় জোটের অবরোধে গত ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগে পেট্রোল বোমায় দগ্ধ ঢাকা কলেজের ছাত্র অহিদুর রহমান বাবু (২২) ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওহিদুর ঢাকা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নোয়াখালীতে, ঢাকায় থাকতেন পুরান ঢাকার আগামাসি লেইনে। এ নিয়ে বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আসা ১১ জনের মৃত্যু হলো।

গত ২৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গৃহবধূ, ছাত্রসহ নানা পেশার ১৮ জন দগ্ধ হন। ঘটনার রাতেই মারা যান মাদারীপুর শিবচরের স্কুলছাত্র নাহিদ মোড়ল (১৮)। পরদিন তার ফুফাতো ভাই পোশাক শ্রমিক মো. রবিন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অাবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ওয়াহিদুরের শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

শাহবাগের ওই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.