আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের বল ব্রাজুকার উন্মোচন

রিও ডি জেনিরোতে মঙ্গলবার এক অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস এই বল সবার সামনে আনে। এ সময় উপস্থিত ছিলেন ২০০২ সালে ব্রাজিলকে শেষবারের মতো বিশ্বকাপ জেতানো কাফু।
ব্রাজুকা মানে হচ্ছে ব্রাজিলিয়ান। ব্রাজিলের জীবনযাত্রাই ফুটে উঠবে এই নামে।
অ্যাডিডাসের দাবি, ব্রাজুকাই বিশ্বের সবচেয়ে বেশি পরীক্ষিত বল।

আড়াই বছর ধরে ইকার ক্যাসিয়াস, দানি আলভেস, লিওনেল মেসি, বাস্তিয়ান শোয়াইনস্ট্রাইগার ও জিনেদিন জিদানসহ বিশ্বের ছয়শ'র বেশি শীর্ষ ফুটবলার ব্রাজুকা যাচাই করে দেখেছেন।


ছয়টি প্যানেল জোড়া দিয়ে তৈরি করা এই বল আরো কার্যকর ভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে বলে দাবি অ্যাডিডাসের।
ব্রাজুকারই অন্য একটি নকশার বল দিয়ে গত ফেব্রুয়ারিতে সুইডেন ও আলজেরিয়ার মধ্যে একটি প্রীতি ম্যাচও হয়েছে।
ব্রাজুকার রঙ ও ফিতার মতো নকশা ব্রাজিলের ইচ্ছাপূরণের প্রথাগত রঙ্গীন ব্রেসলেটকেই মনে করিয়ে দেয়। ফুটবল নিয়ে দক্ষিণ আমেরিকার উত্তেজনা ও বিনোদনও এতে ফুটে উঠে।



বুধবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচিত কিছু অ্যাডিডাস স্টোরে ব্রাজুকা কেনা যাচ্ছে। আর বলটি উন্মোচনের দিন ৩ ডিসেম্বর ব্রাজিলে জন্ম নেয়া প্রত্যেকটি শিশু অ্যাডিডাসের কল্যাণে উপহার পাচ্ছে একটি করে ব্রাজুকা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.