আমাদের কথা খুঁজে নিন

   

ইনটারনেট ব্যাংকিং হাকিং কিভাবে হয়!!!!!!!!!

সুফি খালেদ

আমি নিজে একজন সাধারন ইনটারনেট ইউজার। প্রতিদিন ইনটারনেট ব্যাংকিং হাকিং দেখার পর আমি নিচের কারন গুলি বের করিএগুলো আমার নিজের রিসাচ) ১ ব্যাংক এর লোক এতে জরিত ২ ব্যাংক এর লোক সরাসরি নাও জরিত হতে পারে হাকিং কিভাবে হয় ১ মোবাইল সিম উঠানো ২ মোবাইল সিম এর মাধ্যমে ইমেইল এর পাসওয়াড পরিবতর্ন জানা দরকার সিম কিভাবে উঠানো হয়: হারানে সিম উঠানোর নিয়ম হলো: মোবাইল ফোন ওফিস এ গিয়ে নিচের এনসার দিলেই সাধারনত সিম দিয়ে দেয়: ১ শেষ রিচাজ কত করেছেন ২ শেষ ফোন কাকে করেছেন মুটামুটি এই ২ টির উওর দিতে পারলেই ৯০% সিম দিয়ে দেয়। হ্যাকাররা কিভাবে সিম উঠায়: ১০০% হ্যাকিং শিকার লোকই বলেছেন: ১ কেউ একজন মোবাইলে এ FLEXI Load করেছেন ২ ফোন দিয়ে বার বার টাকাটা ফেরত দিতেবলেছেন ৩ কয়েকবার মিসকল দিয়েছেন ৪ হাকিং শিকার লোকটি বাধ্য হয়েই তাকেই ফোন করেছেন --------------------- লক্ষ্য করে দেখুন সিম উঠানোর জন্য বেসিক উওর হ্যাকাররা পেয়ে গেলো। * হাকিং শিকার লোকটি বাধ্য হয়েই তাকেই ফোন করেছেন(শেষ ফোন কাকে করেছেন) * কেউ একজন মোবাইলে এ FLEXI Load করেছেন(শেষ রিচাজ কত করেছেন) হ্যাকাররা সাথে সাথে সিমটি তুলে ফেলে। হ্যাকিং শিকার কিছুক্ষণ পরেই দেখতে পান সিম OUT OF ORDER --------------------- ???? হলো এতো সিম তুলেছে কিনতু আমার EMAIL HACK কিভাবে হলো????? ১ ইমেইল পাসওয়াড ভুলে গেলে এখন নতুন নিয়ম হলো ফোন এর মাধ্যমে পরিবর্তন করা যায়।

২ ফোন নামবার দিলে একটা পাসওয়াড আসে ফোন এ ৩ ওই পাসওয়াড দিয়ে ইমেইল এ লগইন করে আগের পাসওয়াড পরিবর্তন করে। ৪ তাই হ্যাকিং শিকার কিছুক্ষণ/কয়েকদিন পরেই দেখতে পান ইমেইল পাসওয়াড পরিবর্তন হয়েছে। ------------------------------------------------------------- এই সবের সাথে আমার ইনটারনেট ব্যাংকিং হাকিং এর সম্পর্ক কি??????? ------------------------------------------------------------- এত কিছু করার আসল মাজেজা তো এখানে। । ইনটারনেট ব্যাংকিং এর পাসওয়াড আসোলে জানাটা মুটামুটি অস্মভব।

------------------------------------------------------------- ধুর মিয়া আসল কথায় আসেন------ আমার একাউনট হ্যাকহলো কেমনে?????????? ------------------------------------------------------------- FORGOT PASSWORD/CUSTOMER CARE PASSWORD RESET LINK এই ২ যায়গার ইনটারনেট ব্যাংকিং এর পাসওয়াড পরিবর্তন লিংক যায় ইমেইলে। এবার বুজলেন তো ইনটারনেট ব্যাংকিং হাকিং কিভাবে হয়। কিন্তু বন্ধ করার উপায় কি??????? ১ Free Flexi পেলে খুশি হবার কনো কারন নেই ২ মিসকল এলে ফোন নাকরাই ভালো ৩ মোবাইল এর মাধ্যমে ইমেইল পাসওয়াড পরিবর্তন না করার সুযোগ রাখা আরো কিছু বের করতে পারলে UPDATE দিবো। Sorry for any mistake. -- BE SAFE -- HAPPY BLOGGING

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.