আমাদের কথা খুঁজে নিন

   

নিলামে ব্রুস লি'র নানচাকু, হলুদ জাম্পস্যুট

নিলামে উঠতে চলেছে অ্যাকশন হিরো ব্রুস লি'র ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী। যার মধ্যে রয়েছে হলুদ রঙের জাম্পস্যুট ও বিখ্যাত নানচাকু। তালিকায় রয়েছে সিনেমার পর্দায় দেখা না যাওয়া আরও কয়েকটি জিনিস। হংকংয়ের স্পিঙ্ক চায়না নিলাম ঘরে এই নিলামের আয়োজন করা হয়েছে।

মৃত্যুর পর কেটে গিয়েছে চল্লিশটা বছর।

তবু চলচ্চিত্রপ্রেমীদের কাছে ব্রুস লি আজও অমর। মাত্র বত্রিশ বছর বয়সে মৃত্যু হয় কুংফু কিংয়ের। তবু তার মধ্যেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন রূপোলী পর্দায়। দিয়েছেন এন্টার দ্য ড্রাগন, দি বিগ বস, ফিস্ট অফ ফিউরি, ওয়ে অফ দ্য ড্রাগন, দ্য গেম অফ ডেথের মত একগুচ্ছ সুপারহিট ছবি। এবার তাঁর ব্যবহৃত কিছু সামগ্রীর নিলাম হচ্ছে হংকংয়ে।

যার মধ্যে রয়েছে ব্রুস লির বিখ্যাত হলুদ রঙের জাম্পস্যুট এবং নানচাকু। যা নিয়ে তিনি প্রতিদিন অনুশীলন করতেন।

নিলামের দায়িত্বে থাকা অ্যানা লি মনে করেন, মার্শাল আর্ট সম্রাটের হলুদ জাম্পস্যুট থেকে মিলতে পারে বত্রিশ থেকে উনচল্লিশ হাজার ডলার।

এছাড়াও নিলামে উঠবে আরও কিছু জিনিস। যারমধ্যে রয়েছে একটি পেনডেন্ট।

মৃত্যুর কয়েক মাস আগেই সেটি তৈরি করিয়েছিলেন ব্রুস লি। পেনডেন্টে দুটি মুখোমুখি ড্রাগন রয়েছে। দুটোই সোনার। একটির রঙ সাদা আর অন্যটির হলুদ। আর রয়েছে একটি ছবি।

চিনের এক বৃদ্ধ সন্ন্যাসির ছবি। দ্য গ্রিন ব্যাম্বু ওয়ারিয়র নামের একটি ছবিতে এরকমই একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল ব্রুস লির। কিন্তু তাঁর অকাল প্রয়ানে ছবির শ্যুটিং শুরু হয়নি।

আজ বৃহস্পতিবারের নিলাম থেকে মোট দশ লক্ষ ডলার পাওয়া যেতে পারে বলে মনে করেন অ্যানা লি। ব্রুস লির সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক না থাকলেও, কুংফু কিংয়ের একজন একনিষ্ঠ ভক্ত হলেন অ্যানা।

তাই নিলামকে ঘিরে তাঁরও আগ্রহের শেষ নেই।

এর আগে জুলাই মাসে হংকংয়ে শুরু হয়েছে ব্রুস লির ব্যবহৃত প্রায় ছশোটি জিনিসের প্রদর্শনী। অধিকাংশ জিনিসই অবশ্য ব্রুস লি কন্যা দ্বারা পরিচালিত ব্রুস লি ফাউন্ডেশন থেকে ধার করা।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।