আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজআপ ওয়ান এর মুহিন

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ এর দ্বিতীয় রাউন্ড এর প্রথম রানার আপ মুহিন এর কথা মনে আছে কার কার। মুহিন প্রথম রানার আপ হয় যেখানে চ্যাম্পিয়ন হয় সালমা আখতার ২০০৬ সালের ক্লোজ আপ ওয়ান এ। মুহিন অবশ্য ২০০৫ সালের ক্লোজ আপ ওয়ান এও অংশগ্রহন করেছিল কিন্তু বেশিদুর যেতে পারেননি। এই না পারাই মুহিনকে এত দূর নিয়ে এসেছে এমনই বলেছেন মুহিন কিছুদিন আগে দ্যা ডেইলি সান কে দেওয়া এক সাক্ষাৎকারে। মুহিন বলেন তিনি যেই পরিবার থেকে এসেছেন সেটি মূলত একটি সংগীত কেন্দ্রিক পরিবার।

তাঁর মা বাবা সবসময় মুহিন কে গান শিক্ষার জন্য অনুপ্রেরণা যুগিয়েছে। মুহিন এর প্রথম সংগীত গুরু ছিলেন উস্তাদ আব্দুল আজিজ বাচ্চু। মুহিন তখন ৫ বছর এর ছিলেন যখন তিনি প্রথম সা রে গা মা শিখেন। পরে বীর প্রতীক উস্তাদ নূর হামিম রিজভি ছিলেন তাঁর সংগীত গুরু। তিনি বলেন এই ক্লোজ আপ ওয়ান এর মাধ্যমেই তিনি সর্ব প্রথম মানুষের সামনে আসেন।

প্রথম রানার আপ হবার পর মুহিন অনেক যায়গায় কনসার্ট করেছেন তার মধ্যে আমেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম। মুহিন এর প্রথম একক অ্যালবাম বের হয় সংগীতা এর সাথে তোমার জন্য। দ্বিতীয় অ্যালবাম গোপন কথা অবশ্য জনপ্রিয়তার দিক থেকে প্রথমটিকে ও ছাড়িয়ে যায়। এই নতুন বছর এর মার্চ এর দিকে তাঁর তৃতীয় একক অ্যালবাম বের হবে যদিও এটার নাম এখন ঠিক হয়নি। এই অ্যালবামটিতে ১০ টি গান থাকবে।

তবে শেষ কথা মুহিন বলেন এই ক্লোজ আপ ওয়ান তাঁকে তাঁর জীবনের অনেক কিছু শিখিয়েছে। ক্লোজ আপ ওয়ান বাংলাদেশ এর দ্বিতীয় রাউন্ড এর প্রথম রানার আপ মুহিন এর কথা মনে আছে কার কার। মুহিন প্রথম রানার আপ হয় যেখানে চ্যাম্পিয়ন হয় সালমা আখতার ২০০৬ সালের ক্লোজ আপ ওয়ান এ। মুহিন অবশ্য ২০০৫ সালের ক্লোজ আপ ওয়ান এও অংশগ্রহন করেছিল কিন্তু বেশিদুর যেতে পারেননি। এই না পারাই মুহিনকে এত দূর নিয়ে এসেছে এমনই বলেছেন মুহিন কিছুদিন আগে দ্যা ডেইলি সান কে দেওয়া এক সাক্ষাৎকারে।

মুহিন বলেন তিনি যেই পরিবার থেকে এসেছেন সেটি মূলত একটি সংগীত কেন্দ্রিক পরিবার। তাঁর মা বাবা সবসময় মুহিন কে গান শিক্ষার জন্য অনুপ্রেরণা যুগিয়েছে। মুহিন এর প্রথম সংগীত গুরু ছিলেন উস্তাদ আব্দুল আজিজ বাচ্চু। মুহিন তখন ৫ বছর এর ছিলেন যখন তিনি প্রথম সা রে গা মা শিখেন। পরে বীর প্রতীক উস্তাদ নূর হামিম রিজভি ছিলেন তাঁর সংগীত গুরু।

তিনি বলেন এই ক্লোজ আপ ওয়ান এর মাধ্যমেই তিনি সর্ব প্রথম মানুষের সামনে আসেন। প্রথম রানার আপ হবার পর মুহিন অনেক যায়গায় কনসার্ট করেছেন তার মধ্যে আমেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম। মুহিন এর প্রথম একক অ্যালবাম বের হয় সংগীতা এর সাথে তোমার জন্য। দ্বিতীয় অ্যালবাম গোপন কথা অবশ্য জনপ্রিয়তার দিক থেকে প্রথমটিকে ও ছাড়িয়ে যায়। এই নতুন বছর এর মার্চ এর দিকে তাঁর তৃতীয় একক অ্যালবাম বের হবে যদিও এটার নাম এখন ঠিক হয়নি।

এই অ্যালবামটিতে ১০ টি গান থাকবে। তবে শেষ কথা মুহিন বলেন এই ক্লোজ আপ ওয়ান তাঁকে তাঁর জীবনের অনেক কিছু শিখিয়েছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।