আমাদের কথা খুঁজে নিন

   

ইনিংস জয়ের পথে নিউজিল্যান্ড

ডানেডিন টেস্টের তৃতীয় দিন শেষে সব আলোই যেন নিউজিল্যান্ডের ওপর পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ব্যবধানে হারটা যেন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ৬০৯ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ২১৩ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। তবে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে তারা।

ইনিংস হার এড়াতে এখনো দরকার আরও ২২৮ রান।

ব্যাটসম্যানদের দেখানো পথেই হেঁটেছেন কিউই বোলাররা। প্রথম ইনিংসে মোটেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ণ চন্দরপল ছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিউই বোলারদের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ক্যারিবীয়দের।

আগের দিনের দুই উইকেটে ৬৭ রান নিয়ে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ১০৬ রান করতেই আরও তিন উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত ২১৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৭৬ রান এসেছে চন্দরপলের ব্যাট থেকে। মাত্র ৫২ রানে চার উইকেট নিয়ে ক্যারিবীয়দের ইনিংসে ধস নামান।

এছাড়া ট্রেন্ট বোল্ট তিনটি এবং দুই উইকেট নিয়েছেন ঈস সুধি। তবে দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তারা দুই উইকেটে ১৬৮ রান। হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন পাওয়েল। ৭২ রানে অপরাজিত রয়েছেন ডোয়াইন ব্রাভো।

তবে দ্বিতীয় ইনিংসে দ্রুতই প্রথম উইকেটের পতন ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ১৮ রানেই ড্রেসিং রুমের পথ ধরেন পাওয়েল। তারপর ব্রাভোর সঙ্গে এডওয়ার্ডের ১১৭ রানের জুটি। কিন্তু শেষ বিকালে সুধির ঘূর্ণিতে যেন দিশেহারা হয়ে পড়েন এডওয়ার্ড। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে করেন ৫৯ রান।

তবে দিনের বাকি সময়টুকু স্যামুয়েলসকে নিয়ে পার করে দেন ব্রাভো। এই জুটিতে এসেছে ৩৩ রান। ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন স্যামুয়েলস। ডানেডিন টেস্টের পুরো নিয়ন্ত্রণ এখন নিউজিল্যান্ডের হাতে। কোনো ঘটনা না ঘটলে জয় তো তাদের অনেকটাই নিশ্চিত।

তবে কিউইরা যাচ্ছে ইনিংস ব্যবধানে জয়। অন্যদিকে ক্যারিবীয়রা লড়াই করছে সম্মান বাঁচাতে। ম্যাচ তো অনেক আগেই হাত ছাড়া হয়ে গেছে। কিন্তু এখন ইনিংস হার এড়াতে হলে তাদেরকে আরও ২২৮ রান করতে হবে। হাতে রয়েছে আট উইকেট।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.