আমাদের কথা খুঁজে নিন

   

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৪ সোনা জয়

অস্ট্রেলিয়ার নিউক্যাসলে 'স্পেশাল অলিম্পিকঃ এশিয়া প্যাসিফিক গেমসে ২০১৩' তে বাংলাদেশ ১৪টি সোনা অর্জন করেছে। এখন পর্যন্ত সোনা ১৪টি,  রূপা ৬টি এবং ৪টি ব্রোঞ্জসহ সর্বমোট ২৪টি পদক জয় করেছে। ৯টি খেলার মধ্যে ৭টি খেলায় বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড়রা অংশগ্রহন করেছে।

সোনা জয়ের ক্ষেত্রে ব্যাডমিন্টনই এখন পর্যন্ত সর্বাধিক। সাতার, অ্যাথলেটিকস, লংজাম্প এবং টেবিল টেনিসেও বাংলাদেশ একাধিক সোনা জিতেছে।

বাংলাদেশের পক্ষে প্রথম সোনা বিজয়ী মুন্নী আক্তার ব্যাডমিন্টনে সিঙ্গেলসের পর ডাবলেও সোনা জয় করেছেন। প্রথম দিনে লংজাম্পে সোনাজয়ী হুমায়ুন অ্যাথলেটিকসে সোনা জিতেছেন। সাগর, চৈতী, সিদ্দিক, পারুল, নীপা বোস এবং নাঈম নিজ নিজ খেলায় সোনা জিতেছেন।

ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। বাংলাদেশের খেলোয়াড়দের সামনে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা নাস্তানাবুদ হয়েছে।

স্বাগতিকদেরকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ ফাইনালে উঠেছে।        

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।