আমাদের কথা খুঁজে নিন

   

সমরেশ মজুমদারের ত্রিরত্ন পড়ার অভিজ্ঞতা ( সঙ্গে পিডিএফ লিঙ্ক ফ্রি)

বই পড়েত ভালবাসি, আমার পড়া বেশিরভাগ বই পিডিএফ ফরমেট। সংগ্রৃহীত সব পিডএফ বই নিয়ে গেড় তুলেছি একটা পিডএফ সাইট http://egronthagar.blogspot.com/ সমরেশের সবচেয়ে পাঠক প্রিয় উপন্যাস বোধকরি সাত কাহন। অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। সমরেশের নাম যারাই শুনেছে তারাই শুনেছে সাতকাহনের নাম। সাতকাহনের সূত্রেই আমার নিজেরো পরিচয় সমরেশেরে সাথে।

সাতকাহন পড়তে গিয়ে সমরেশের লেখার প্রতি ভালোবাসা এবং টান দুটোই জন্ম নেয়। তবে আমার কাছে উত্তরাধিকার সবেচেয়ে বেশি ভালো লেগেছে। সমরেশের ত্রিরত্ন খ্যাত (উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ) উপন্যাসগুলোর মধ্যে প্রথমটিই হচ্ছে উত্তরাধিকার। উত্তারাধিকারে উপন্যাসে দেখানো হয়েছে ত্রিরত্নের প্রধান চরিত্র (পুরুষ চরিত্র বলাটা উত্তম)অনিমেষের বেড়ে ওঠা। ডুয়ার্সের চা বাগানের জীবন পেরিয়ে জলপাইগুড়ি শহরের জীবন।

ঘটনাগুলো আজও ছবির মত ভাসে আমার চোখের সামনে। অনেক সময় নিজের সাথে গুলিয়ে ফেলেছি অনিমেষকে বিশেষ করে যখন অনিশেষ চা বাগান ছেড়ে জলপাইগুড়িতে প্রথম আসে, রুমালে করে চা বাগানের অল্প একটু মাটি সাথে করে। নিজ বাড়ি ছেড়ে মেসে আসার সময় প্রত্যেকটি মানুষেরই এ রকম হয় বলে আমার বিশ্বাস। পরে সমরেশের জীবন সম্পর্কে যখনপড়েছি তখন বুঝেতে অসুবিধা হয়নি, উত্তরাধিকারের অনিশেষের আসলে কিশোর সমরেশ মজুমদারের ছায়া। উত্তরাধিকারের পর কালবেলা।

অনিশেষের যৌবন,বামপন্থী আন্দোলন তথা নকশাল আন্দোলনের সাথে জড়িয়ে পড়া, মাধবীলতার সাথে প্রণয় আবদ্ধ হওয়া। এবং সবেশেষে আন্দোলনে অসফল হয়ে পুলিশের অত্যাচারে পঙ্গুত্ব বরণ। কালবেলার অনিশেষের মাধ্যমে আসলে ষাটের দশকে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনে যোগ দেয়া এক শ্রেণীর যুবকের চিত্র তুলে ধরেছিলেন। যাদের লক্ষ ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা…অবশ্য তাদের পদ্ধতি নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকে যায়। মানুষ তাদের পথকে সমর্থন করেনি।

কালবেলা উপন্যাসে অনিমেষের পাশাপাশি মাধবীলতার চরিত্রটিও সাবলীলভাবে ফুটে উঠেছে। অনিশেষের বিপ্লবের সপ্ন দেখার ক্ষেত্রে যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়েছিল মাধবীলতা। বাঙালি নারীদের মধ্যে এমন চরিত্র খুব একটা দেখা যায় না। কালপুরুষ উপন্যাসের প্রধান চরিত্র মূলত তিনটি হলেও উপন্যাসজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় অনিমেষের ছেলে অর্ককে। তাকে নিয়েই এ উপন্যাসের ঘটনা এগিয়ে যায়।

প্রথম দিকে বস্তির পরিবেশে বিপথে পা বাড়ালেও শেষ পর্যন্ত দেখা যায় পিতা মাতার আদর্শের পথে সে ফিরে যায়। কালপুরুষে সাংসারিক টানপোড়েন সুন্দরভাবে তুলে ধরেছেন সমরেশ। বাঙালি রমণীদের চিরকালিন অসহায়ত্বও ফুটে উঠেছে এ উপন্যাসটিতে। সবশেষে বলতে চায়, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ তিনটি উপন্যাসই অসাধরণ। বাঙালি সাহিত্যের হল অব ফেমে স্থান করে নেয়ার জন্য এ তিনটি উপন্যাসই যথেষ্ঠ।

উপন্যাসটি তিনটি পড়ার অভিজ্ঞতা থেকেই বলছি; যারা এখনো পড়েননি পড়ে ফেলেন। নীলক্ষেত থেকে তিনটি বই এক সাথে পাবেন সর্বোচ্চ দুইশত টাকার মত নেবে। আর সে কষ্ট করতে না চাইলে নিচের লিঙ্ক থেকে বইগুলো নামিয়ে নিতে পারেন। থেকে বই তিনটি নামিয়ে নিতে পারেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.