আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় , সমরেশ মজুমদারের সাথে



২৮ জুন ২০০৯ রোববার দীর্ঘক্ষণ আড্ডা হলো বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের সাথে। তিনি তাঁর ''দায়বন্ধন'' উপন্যাসটি অটোগ্রাফ দিয়ে, দিলেন আমাকে।বললেন, পড়ে মত জানাবেন। আমি হেসে ফেললাম। আমার মতো নগন্য পাঠকের আবার মত ! হাসলেন সমরেশ দা- ও। বললেন, কি যে বলেন ইলিয়াস ! এর আগে বাংলা ভাষার বিশ্বায়ন নিয়ে তুমুল কথা-যুক্তি বিনিময় হলো তাঁর সাথে।বললেন, ভাষার বিশ্বায়নের পাশাপাশি লেখকের অর্থনৈতিক মুক্তির বিষয়টিরও বিশ্বায়ন দরকার। তার সাথে সায় দিলেন আরেক নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। লেখকের যদি টানাপোড়েনই চিরসংগী থাকে তাহলে তিনি লিখবেন কিভাবে? কে দেবে তার সামাজিক নিরাপত্তা ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।