আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, আইসিসি সভাপতি অ্যালান আইজাক, বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট, ১৯৯৫ রাগবি বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্রানসোয়া পিনারসহ ক্রীড়াজগতের বহু মানুষ শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার জোহানেসবার্গে নিজ বাড়িতে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ, ১৯৯৩ সালে শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলা। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ম্যান্ডেলাকে সময়ের অন্যতম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করে ব্ল্যাটার বলেন, “বুক ভরা কষ্ট নিয়ে অসাধারণ এক মানুষকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি এবং আমি একটা দৃঢ় বিশ্বাস মনের মধ্যে লালন করতাম।

তা হলো মানুষকে ঐক্যবদ্ধ করার অসাধারণ শক্তি আছে ফুটবলের। ” তবে শুধু ফুটবল নয়, ম্যান্ডেলার বিশ্বাস ছিল সব ধরনের খেলাধূলার এই শক্তি আছে। একবার তিনি বলেছিলেন, “খেলাধূলার পৃথিবীকে পাল্টে দেয়ার ক্ষমতা আছে। মানুষকে অনুপ্রাণিত করার, ঐক্যবদ্ধ করার ক্ষমতাও আছে খেলাধূলার। ” দক্ষিণ আফ্রিকানদের প্রাণপ্রিয় ‘মাদিবা’র মৃত্যুতে শোক প্রকাশ করে অ্যালান আইজাক বলেন, “নেলসন ম্যান্ডেলা ছিলেন নেতা, কর্মী এবং প্রতিরোধের প্রতীক।

তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ক্রীড়াঙ্গনের মানুষকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করার শক্তি অনুধাবন করতে পেরেছিলেন। ” “ম্যান্ডেলা কখনো তার নীতি, আদর্শ, ন্যায়বিচারের প্রতি তার বিশ্বাস ও সমতার প্রশ্নে আপোস করেননি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা বহুধাবিভক্ত দক্ষিণ আফ্রিকানদের ঐক্যবদ্ধ করতে খেলাধূলাকে চিহ্নিত এবং ব্যবহার করতে পেরেছিলেন। রাষ্ট্র নায়ক হিসেবে তিনি ছিলেন অসাধারণ আর মানুষ হিসেবে অনুপ্রেরণাদায়ক। ” এই মহান ব্যক্তির মৃত্যুতে অলিম্পিকের ৬টি সোনাজয়ী বোল্টও শোকাহত।

তিনি বলেন, “সর্বকালের অন্যতম সেরা মানব। বিশ্বের অসাধারণ যোদ্ধা। তার আত্মার শান্তি কামনা করছি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.