আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ঝুলন্ত/পেন্ডিং ফ্রেন্ড রিকো যেভাবে রিমুভ করবেন ? (টেকি পোষ্ট )

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে

পোষ্টটি তাদের কাজে আসতে পারে যারা মুরাদ টাকলার মতো এদমি এদমি করে !! যারা আমাদের মতো আছেন তাদেরও আশা করি কাজে আসতে পারে । ফেসবুকে লগইন করে সেটিং এর সাথে তালার মতো যেই আইকন আছে সেইখানে ক্লিকান । যেখানে ৩ টি অপশন আছে । এরমধ্যে "Who can see my stuff ?" এ যান । স্টেপ ২ :: "Who can see my stuff ?" এ ৩ টি অপশন আছে ।

এর মধ্যে মাঝের অপশনটি বেছে নিন । Use Activity Log । আপনি এই অপশনটিতে আপনার প্রোফাইল থেকে ইচ্ছে হলে সরাসরি যেতে পারেন । কভার ফটোর সাথেই অপশনটি দেওয়া থাকে । স্টেপ ৩ :: এক্টিভিটি লগ এ অনেক অপশন পাবেন বাম পাশে ।

তার মধ্যে Photos , likes , comments অপশনের পরে more এ ক্লিক করুন । এখানে আপনি Friends লিখা একটা অপশন পাবেন । স্টেপ ৪ :: এবার আপনি সেখানে দেখতে পারবেন কোন বন্ধু আপনার সাথে কবে বন্ধুত্বে জড়িয়ে পড়েছে ! দেখতে পারবেন কাদের কাদের আপনি বন্ধুত্বের রিকো করেছেন কিন্তু উনারা বিশাল ভাব মাইরা আপনারে ঝুলাইয়া রাখছে । প্রতি মাসের প্রতি দিনের হিসেব দেখানে দেওয়া আছে । সমস্যা হচ্ছে আপনাকে একটা একটা করে রিকোয়েস্ট বাদ দিতে হবে ।

স্টেপ ৫ : : এইভাবে আপনি প্রতিটা বন্ধুত্বের রিকো চেক করে যারা যারা আপনাকে পেন্ডিং এ রেখেছেন তাদেরকে বাদ দিন । সেই প্রোফাইলে এ ঢুকে রিকো ক্যান্সেল করুন । এই পদ্ধতির অপকারিতা হচ্ছে আপনাকে সবার প্রোফাইলেই একবার করে ঘুরে আসতে হবে । একটু সময় লাগবে । আর উপকারিতা হচ্ছে কাউকে পটাতে চাইলে বলতে পারেন , জানো আমি তোমার সাথে আমার বন্ধুত্বের তারিখসহ মনে রেখেছি ! সেখান থেকে কবে পাঠিয়েছেন এবং কবে বন্ধু হয়েছেন দুইটাই দেখতে পারবেন ।

শুভ ফেসবুকিং সবাইকে । ব্লগে অনেক অনেক দিন পরে লিখলাম । যারা এদমি ভাইয়া আর আপু আছেন , বেশি করে এই পদ্ধতি ব্যবহার করেন । অনবদ্য এই পদ্ধতি ব্যবহার করে আপনারা সহজেই ফেসবুক কর্তৃপক্ষকে ফাঁকি দিয়া মাসে মাসে হাজার হাজার রিকো পাঠাতে পারবেন । কিন্তু কেউ আপনার নিন্দা করবো না ।

আপনি অনিন্দ্য হইয়া যাইবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.