আমাদের কথা খুঁজে নিন

   

আপনার মোবাইল কেউ স্পর্শ করলেই অ্যালার্ম অথবা গোপন ফোনকল দিয়ে আপনাকে সতর্ক করে দেবে একটা সফ্টওয়্যার



আপনার অগোচর আপনার ফোন কেউ টাচ করলেই এল্যার্ম দিয়ে আপনাকে সতর্ক করে দেবা . সরাসরি কাজের কথায় চলে যাই । এটি হচ্ছে motion and sound alarm android app. এই অ্যাপ হল শব্দ ও নড়াচড়া এ সংবেদনশীল। আপনি দুই ধরনের মোড সিলেক্ট করতে পারবেন । সাউন্ড অথবা মোশন। যদি সাউন্ড দেন তাহলে শব্দে অ্যালার্ম বেজে উঠবে ।

আর মোশন দিলে নড়াচড়ায় অ্যালার্ম বাজবে । আপনি উভয় সিলেক্ট করে অ্যালার্ম দিতে পারবেন । এবার কেউ হাত দিলে অ্যালার্ম বাজবে অথবা সিলেক্ট করে দেওয়া নাম্বার এ গোপন কল চলে যাবে সেটা আপনি ঠিক করতে পারবেন । আপনি পাসওয়ার্ড ও দিতে পারেন । যদি অ্যালার্ম বাজতে থাকে তাহলে disarm এ ক্লিক করলেই চলবে না পাসওয়ার্ড দিতে হবে।

মোবাইল যদি অফ ও করে দেন তাও এটা চলবে । অন্য কেউ বুঝতেই পারবে না । . . ডাউনলোডঃ এখানে ক্লিক করুন . . . ঘটনা বুঝি না ! কমেন্টে খড়া পরছে নাকি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.