আমাদের কথা খুঁজে নিন

   

আরিফ জেবতিক ভাইকে...

সুখীমানুষ

আপনি সুস্থ হয়ে ফিরে ষ্টেটাস দিবেন আর এই ষ্ট্যাটাসটা পড়বো এবং মন্তব্য করবো এই ব্যাপারে আমি নিশ্চিৎ ছিলাম। যতবার এমন নিশ্চিৎ হওয়ার ঘটনা ঘটেছে এতবার তাই হয়েছে! উদাহরন দেই, পাত্র হিসাবে ইন্টারভিও দিতে মেয়ের বাপের সামনে বসে আছি। আমার বাড়ী, গাড়ি কিছুই নাই। পাত্রীর বাবা যতনা প্রশ্ন করেন, কাছের ও দূরের আত্মীয়রা এর চাইতেও বেশী কনসার্ন নিয়ে প্রশ্ন করেন। নিরুপায় হয়ে মাঝখানে বল্লাম বাথরুমে যাবো।

বাথরুমে গিয়েই মনে হলো, এই বাথরুমে আমি আবার আসবো, এই বাড়ীর জামই হিসাবেই আসবো। হয়েছেও তাই... সরি, মূল ঘটনার চাইতে বড় করে ফেল্লাম পারসোনাল ঘটনা। আমি এই কয়দিন মনেপ্রাণে এতটা দোয়া করেছি আপনার জন্য! পরিবারের মানুষের জন্য হলে এমনই হয়ত করতাম। আপনার সাথে আমার দেখা হয়েছিলো একবারই, সামহয়্যার এর অফিসে। আমি বক্তব্য দেওয়ার পরপর আপনার সিরিয়াল ছিলো।

আপনি মজা করে বল্লেন - বউ নিয়ে আসছিলাম, কেউ দেখি মাইকই দিচ্ছে না! ভাবলাম মানসম্মান যায় কিনা বউএর কাছে। সুখীমানুষের পর মাইক পেয়ে নিজেকে যারপরনাই সুখী মনে হচ্ছে। আপনি ভাই, শুধু আপনার পরিবারের না। আপনি এখন গোটা বাংলাদেশের শিক্ষিত, ভালোমানুষগুলোর পরিবারের মানুষ। আই/উই লাভ ইয়ো আরিফ জেবতিক ভাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।