আমাদের কথা খুঁজে নিন

   

আরিফ কথন এবং অতপর



আপনাদের এই জগতে আমি একেবারেই নতুন। রেজিস্ট্রেন করেছিলাম কমেন্ট করব বলে কিন্তু পারছিলাম না বলে তাৎক্ষণিক এই লিখা। তাই নিজের অভিমত দিয়েই ভাবলাম শুরু করি। প্রথম আলো র আলপিন এ ্যখন এই কৌতুক টি ছাপা হয় তখন আমিও বিষয়টি যে এমন হবে অনুমান করতে পারিনি। SomeWhere in Blog এ অনেক এর অনেক comment পরলাম।

ভাই আমি খালি একটা কথা বলতে চাই। আরিফ কেন আমরা মুসলিম সবাই ত আমাদের religion কে আমাদের কথা কিংবা আমাদের কাজের দ্বারা অবমাননা করি। আমরা মুসলিম রা বলি আমাদের Holy Quran চিরসত্য আর অই আমরাই মদ খাই। Holy Quran সত্য হলে আমরা মুসলিম রা কেন মদ খাইয়া মাতাল হই বলতে পারেন? Holy Quran সত্য হলে আমরা মুসলিম রা কেন File আটকিয়ে ঘুষ খাই বলতে পারেন। আল্লাহ শুকর এর মাংস খাওয়া একবার হারাম করসেন আর ৭০ জায়গায় সুদ খাইতে নিষেধ করছেন? তাই শুধু আরিফ কেন আমরাও তো religion এর অবমাননা করি? আর মানুষ ভুল করে নিজের ভুল যদি বুঝতে পেরে আল্লাহ এর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ নিজেই মানুষ কে ক্ষমা করেন।

আর ক্ষমার সবচেয়ে মহৎ উদাহরণ তো মহানবী (স) নিজেই রেখে গিয়েছেন। তাইলে আমরা এত লাফালাফি করি কেন? আপাতত আর কিছুই বলার নেই। তাই যারা যারা আরিফ রে নিয়া চেগাচেগি করসেন তাগো রে খালি একটা কথা কই আরিফ একা কেন আমরা সবাই আমাগো religion এর অবমাননা করি। আরিফ করছে কারটুন আইকা আর আমরা করি আমাগো কাজের দ্বারা। Difference টা শুধু এই জায়গায়।

আমরা আমাদের কাজের দ্বারা religion এর অবমাননা করি বইলাই অনান্য মানুষে রা আমাগো নিয়া মজা লয়ার সাহস পায়। আগে আমরা মুসলিম হিসেবে আমরা নিজেগো কামকাজ ঠিকঠাক মত করি বাকিরা এম্নিতেই ঠান্ডা হইয়া ্যাইব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।