আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্গত অনুভবে উপভোগ করি



অন্তর্গত অনুভবে উপভোগ করি [শাফিক আফতাব] খুব করে নিজকে শাসাই__নিজেই নিজের শিক্ষক হই কান ধরে উঠিবসি__বলি : তোমাকে আর ভালোবাসবো না। তবু তুমি কাছে এলে ভালোবাসা হয় তবু তুমি কাছে এলে বরফ গলে তবু তুমি কাছে এলে পাহাড় গলে ঝর্ণা হয় তবু তুমি কাছে এলে আমি তোমার হাতে রাখি হাত। তোমার চোখের তারায় যাদুর ঝিলিক তোমার চুলের বিন্যাসে স্পর্শের অনুভব তোমাকে স্পর্শের ঘ্রাণে প্রেমের প্রজ্বলতা তোমাকে ভালো না বেসে কে কবে লিখেছে খাতা ভরা কবিতা ? তুমি কাছে এলে আমি দড়ি ছিঁড়ে হয়ে যাই বেপরোয়া ষাড় তুমি কাছে এলে আমি আপনাই গলেতে থাকি তুমি কাছে এলে আমি অন্তর্গত অনুভবে তোমাকে উপভোগ করি তোমাকে ভালো না বেসে আমি এক তিল মুহূর্ত বাঁচতে পারি না। ০৮.১২.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.