আমাদের কথা খুঁজে নিন

   

দহনে ফুটে যায অন্তর্গত ফুল // শাফিক আফতাব//

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

দহনে যখন তীব্র প্রখর, তোমার গহীনে ডুবি,
জলদামে মাছগুলো রঙিন পাখনা মেলে ঘুরে ঘুরে বেড়ায়,
চোখের দৃশ্যপটে তখন ভাসে অনুপম নিসর্গের ছবি
কত সুখ আর আনন্দ সেথায় পৃথিবীর গভীরের গুহায়।

রাজপ্রাসাদের অন্দরমহল হতে যেন আসে সুঘ্রাণ
তারি সুবাসে জ্বলে যায় পয়ঁত্রিশ বছরের পরাণ
তারি আবেশে পৃথিবীর অন্তর্গত খনিজের জন্য
অকস্মাৎ হয়ে যাই বন্য।



এক প্রাকৃতিক লাঙল খনন করে যায় উর্বর ভূমি,
ভূমির দেহে চুমি সাত সমুদ্র আর তেরনদীর ওপার থেকে
আনে পুলকের স্বাদ। অমনি বাতাস বয় মৌসুমী
তোমাকে আমাকে একাকার করতে, আবহমান লেকে।

দহনে ফুটে যায অন্তর্গত ফুল
তা থেকেই জন্ম হয় জোড়া জোড়া পুতুল।

২২.০১.২০১৪
দহনে ফুটে যায অন্তর্গত ফুল //
শাফিক আফতাব//

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।