আমাদের কথা খুঁজে নিন

   

টুইটার : কি করা উচিত/উচিত না

বলতে চাই না। লিখতে চাই।

হ্যাশট্যাগের জনপ্রিয় মাধ্যম টুইটার। ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত মাইক্রো ব্লগিং এর সাইটিতে অসংখ্য প্রোফাইল, কোম্পানী, মিডিয়া, তারকা জগত এখানে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। অনেকে সোশ্যাল বিজনেস পর্যন্ত করে অনেক উপরে উঠে গেছেন এমন নজির আছে।

তবে যারা টুইটারে প্রচুর পরিচিত মানুষের মাধ্যমে অনেক দ্রুত ব্যবসায়িক উন্নতি করতে চান তাদের জন্য কিছু টিপস আজ দেবো যা আপনাকে খুব তাড়াতাড়ি পরিচিতি এনে দেবে। কি করা উচিতঃ ১। নিজের মনের ভেতর যা আছে চার পাঁচ লাইনে লিখে ফেলুন। ২। ব্যাক্তিত্ব বজায় রাখুন ৩।

যতো পারেন ব্যবসা সংক্রান্ত জনপ্রিয় কোম্পানীগুলোর প্রোফাইলগুলোকে ফলো করুন ৪। কেউ আপনাকে টুইট করলে তা মাথায় রাখুন ৫। যারা টুইট রিপ্লাই করে তাদের ধন্যবাদ দিন ৬। আপনার বায়োকে সুন্দর ও অর্থবহ করে তুলুন ৭। আলাদা সময়ে আলাদা ধরণের পোস্ট দিন যাতে আলাদা মানুষের কাছে যায় ৮।

আপনার রিলেটেড টপিকের সাথে যায় এমন প্রোফাইল গুলোকে ফলো দিন ৯। bit.ly এর মতো ইউআরএল শর্টেনার ব্যবহার করুন কোনো বড়ো লিংক শেয়ার করার জন্য ১০। ঐসব লোকেদের আনফলো দিন যারা আপনাকে কোনো রিপ্লাই রিটুইট দেয় না। আপনার ফেসবুককে আপনার টুইটারের সাথে কানেক্ট করুন। কি করা যাবেনাঃ ১।

টুইটারকে ফ্রি সার্ভিস মনে করবেন না। এতে সারাদিন পড়ে থাকলে আপনার সময় ব্যয় হয়। ২। আপনার নিজের ওয়েবসাইটকে টুইটারের সাথে লিংকিং করতে ভুলে যান ৩। প্রোফাইল ইনফো খালি রাখুন।

৪। একটু রুক্ষ মেজাজের হোন ৫। ধুমায়ে সবাইরে ফলো দেন ৬। সবার সাথে কথা বলতে ভুলে যান ৭। দুঃখিত বোধ করুন এই ভেবে যে এত্তোগুলা মানুষ আপনাকে ফলো করে ৮।

প্রতিটা টুইটে হ্যাশট্যাগ ব্যবহার করুন ৯। বানান ভুলে যান ১০। ফলোয়ারদের ওয়ালে স্প্যামুতবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।