আমাদের কথা খুঁজে নিন

   

‌‌‍'জিনের' টুইটার একাউন্ট.....



'আনা জিন্নি হাকিকি' অর্থাৎ আমি আসল জিন। তবে আমি শান্তিপ্রিয় এবং মানুষ সম্পর্কে অনেক কিছু জানতে চাই।আরবি ভাষায় এই একাউন্টধারীর দাবি-তিনি সৌদি আরবের বাসিন্দা । এরই মধ্যে''আনা জিন্নি আল হাকিকি s_2017_s''নামের এ একাউন্ট ফলোয়ার অর্থাৎ অনুসারির সংখ্যা লাখ ছড়িয়ে গেছে। এ একাউন্টে কথিত জিন মহাশয়ের নিজের এবং পরিবারের অস্পষ্ট ছবি ছাড়াও সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনের একটি ধ্বংসপ্রাপ্ত খামারের বেশকিছু ছবি আপলোড করা হয়েছে। যে গুলো সত্যিকারের জিন সাহেবের দাবি মতে ,১০০ বছর আগের এবং ৯০ বছর আগে এ এলাকাটি ছিল 'দুনিয়ার বেহেশত'। এ ঘটনা প্রথম প্রকাশ করে সৌদি আরবের পত্রিকা ''আজেল''।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।