আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার আইজুর মোড়ক উন্মোচন

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । আজকে সারাদিনের হট সংবাদ হিসেবে একটাই বলা যেতে পারে, ডাক্তার আইজু নামের এক ভদ্রলোকের গোমর ফাঁস। গতকাল রাত থেকে কানাঘুষা শোনা যাচ্ছিল আজকে নাকি পাবলিক প্লেসে, আই মিন ফেসবুকে তার মোড়ক উন্মোচন করা হবে, এবং সেটা সার্থকভাবেই হয়েছে। আমি ডাক্তার আইজুকে চিনি না।

কিন্তু ফেসবুক ব্যাবহারের কারণে উনার নাম দেখেছি প্রায় শাকিব খান আর অনন্ত জলিলের সমানই। অনেক আলোচিত ও সমালোচিত এই ভদ্রলোক বাস করতেন এক ছায়ার মধ্যে। শুধুমাত্র তার নিকনেমটি সবাই জানত, কিন্তু কেউ জানত না তার আসল পরিচয়। বহুল আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি অনেকবার আলোচিত হয়েছেন তার লেখায়, সমালোচিত হয়েছেন তার উদ্ধত বাচনভঙ্গির কারণে (আই মিন গালাগালি)। অনেক বড় বড় মানুষ তার উদ্ধত আক্রমণের শিকার হয়েছেন।

অনেকেই খেয়েছেন গালি। তবে আমার ক্ষুদ্র পর্যবেক্ষণে যা দেখেছি, তার ফ্যান সংখ্যাও নেহায়েত কম না। যাই হোক, আইজু বাঁচুক, আইজু মরুক, আমার কোন মাথাব্যাথা নেই। আমি যা বলতে চাইছি তা হল, আজকালকার ফেসবুক ওয়ার্ল্ডে সেলিব্রিটি ইমেজ তৈরি করতে হলে দুটো রাস্তা আছে। একটা ফেয়ার ওয়ে, গঠনমূলক ও কনভেনশনাল কথা বলা।

কিন্তু এটা খুবই ধীর গতির পদ্ধতি। তাই অনেকেই এই পদ্ধতি অনুসরণ না করে অবলম্বন করেন ফাস্ট পদ্ধতি। সেটা কি? সেটাই হল ম্যাজিক। কনভেনশনাল বাউন্ডারি ক্রস করা। অর্থাৎ মোটামুটিভাবে নৈতিকতার সীমা অতিক্রম করা।

এটা করতে পারলেই বহুত ফায়দা। কিছু উদাহরণ দেই- 'গালাগালি দেখলে মানুষ উৎসুক হয়', 'গ্যাংনাম স্টাইল নাচ দেখলে মানুষ উৎসুক হয়', 'আবেদনময় পোশাক দেখলে মানুষ আকর্ষিত হয়', 'কোন বিখ্যাত ব্যাক্তিকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমন করতে দেখলে মানুষ মজা পেয়ে উৎসুক হয়' এবং আরও অনেক অনেক... এগুলো কোনটাই আমাদের সোশ্যাল কনভেনশনের সাথে সঙ্গতিপূর্ণ না। তাই, 'যাহাই ব্যাতিক্রম, তাহাই উপভোগ্য' টাইপের মানসিকতার অধিকারী মানুষেরা এদেরকে গ্রহণ করে সেলিব্রিটি হিসেবে। কিন্তু সোশ্যাল এথিকস এর দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়, এই ধরনের কাজ গুলো ঠিক না। কারন এতে করে দ্রুত প্রতিষ্ঠা পাওয়া হয়তোবা সম্ভব হয়, কিন্তু সামাজিক ভারসাম্য খুব ভঙ্গুর হয়ে পড়ে।

ডাক্তার আইজু বা আরও অনেক মানুষের সাথে আমার কোন বিরোধ নেই, কিন্তু আমি আহবান করবো, আসুন সেলিব্রিটি হবার চেষ্টা না করে একজন প্রকৃত মানুষ হবার চেষ্টা করি। ভাল কথা নিশ্চিন্তে বলি, কিন্তু খারাপ কথা বলার আগে ১০ বার চিন্তা করি। আশা করি, সেলিব্রিটি হিসেবে পরিচিত না হলেও একজন ভালমানুষ হিসেবে পরিচিত হবে পারব আমরা। আর জানেন তো, পৃথিবীতে অসংখ্য প্রতিষ্ঠিত সেলিব্রিটি থাকলেও খুব ভালমানুষের সংখ্যা খুবই কম। রীড মোরঃ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.