আমাদের কথা খুঁজে নিন

   

বার্ষিক পরীক্ষায় ‘অটো প্রমোশন’ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বার্ষিক পরীক্ষায় ‘অটো প্রমোশন’ দেওয়া হবে না। পরীক্ষা শেষে পাস করলে ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অবরোধ-হরতালসহ রাজনৈতিক সহিংসতায় বর্তমানে বার্ষিক পরীক্ষার সময়সূচির বিঘ্নিত হচ্ছে। বেশির ভাগ বিদ্যালয়ই নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে পারছে না।

এ পরিস্থিতিতে কোনো কোনো বিদ্যালয় যে কয়টি পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করার চিন্তা-ভাবনা করছে। অভিভাবকদের অনেকে অটো প্রমোশন দেওয়ার দাবি তুলছেন।
এমন অবস্থায় সরকারের অবস্থান পরিষ্কার করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘এটা করতে গেলে খারাপ নজির হবে। ’
শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছিল, তদন্ত কমিটি এর প্রমাণ পায়নি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.