আমাদের কথা খুঁজে নিন

   

চরমোনাইর বার্ষিক মাহফিল সমাপ্ত

বরিশালের চরমোনাই দরবারের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করীম আখেরি মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলি্ল অংশগ্রহণ করেন। এর আগে পীর সাহেব সৈয়দ রেজাউল করীম মুসলি্লদের উদ্দেশে বয়ানে বলেন, যারা আল্লাহর রাসূলের (সা.) নীতি অনুসরণ করেন না, তারা কেয়ামতের দিন নবীজীর সুপারিশ পাবেন না। কলব পরিষ্কার হওয়ার একমাত্র ওষুধ জিকির।

আল্লাহ পাকের উদ্দেশে বেশি বেশি জিকির করলে কলবের ময়লা দূর হবে। চরমোনাই পীর বলেন, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে শিশুর মতো কাঁদতে হবে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামে ঢুকানো অসম্ভব। আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছে দেওয়া, তাই দাওয়াত পৌঁছে দিলাম। যারা চরমোনাই এসেছেন তারা সব নির্দেশনা মেনে চলবেন, অন্যথায় চরমোনাই আসার দরকার নেই।

প্রসঙ্গত, ৫ মার্চ শুরু হওয়া তিন তিনব্যাপী মাহফিলে ১১ জন মুসলি্লর মৃত্যু হয়েছে।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।