আমাদের কথা খুঁজে নিন

   

বার্ষিক গ্রাহকভিত্তিতে এক্সবক্স ওয়ান

এ বছরের নভেম্বরেই বাজারে আসার কথা রয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের। মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছে, গেইমিং কনসোলটিতে থাকবে বার্ষিক সাবস্ক্রিপশন ব্যবস্থা। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে বার্ষিক সাবস্ক্রিপশনের ফলে গেইমাররা বেশকিছু সুবিধা উপভোগ করতে পারবেন।
এক্সবক্স ওয়ান সাবস্ক্রিপশনের ফলে গেইমাররা রেকর্ডিং, গেইম প্লে ভিডিও শেয়ার, স্কাইপ ভিডিও কল, গেইমিং প্রতিদ্ব›দ্বীকে খুঁজে বের করাসহ বিভিন্ন সুযোগ পাবেন। এক্সবক্স ওয়ানের ওই সাবস্ক্রিপশনকে বলা হচ্ছে এক্সবক্স লাইভ গোল্ড অ্যাকাউন্ট। এক্সবক্স গেইমাররা ৬০ ডলারের বিনিময়ে এ ফিচারগুলো এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফটের অন্যতম প্রতিদ্বন্দ্বী গেইমিং কনসোল নির্মাতা সনি জানিয়েছে, প্লে স্টেশন ৪-এর গেইমারদেরও সাবস্ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন অনলাইন সেবা নিতে হবে। সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট এক টুইটার পোস্টে জানিয়েছেন, তাদের যন্ত্র সাবস্ক্রাইবারদের গেইম রেকর্ডিং এবং ফিচার স্ট্রিমিং-এ কোনো সীমাবদ্ধতা রাখবে না।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.