আমাদের কথা খুঁজে নিন

   

চীনাদের সামনে বাংলাদেশ সম্পর্কে কথা বলবেন একটু মেপে....

জীবনটা আসলেই বিচিত্র। অঞ্চলভেদে এই বিচিত্র বিচিত্রতা আমাকে হতবিহ্বল করেছে....

চীনের নতুন ছেলেমেয়েরা বাংলাদেশকে চিনে না বললেই চলে। পুরনোদের জিজ্ঞেস করলে অন্তত: মংচিয়ালাগুয় 孟加拉国 বললে চেনে। কিন্তু আপনি যদি বাংলাদেশ সম্পর্কে খুব উচ্চমার্গীয় কথাবার্তা তাদের সাথে মারাইতে যান, তাইলে লজ্জায় মাথা হেঁট হওয়া ছাড়া কোন পথ থাকবে না যদি তারা গুগলের মতো বাইদুতে সার্চ দেয়। চীনে গুগুল নিষিদ্ধ।

অনুরূপ একটি সার্চ ইঞ্জিন আছে যার নাম বাইদু। আর তাতে বাংলাদেশ লিখে সার্চ দিলে আসে.....孟加拉国 কপি করে সার্চ বক্সে দিয়ে সার্চ দিন নিজেই দেখুন মানুষের মধ্যে ট্রেন, বন্যা, পতিতালয়ের সচিত্র বিবরণ........ এই অবস্থায় বাংলাদেশ সম্পর্কে তাদের মনে কি ধারণা আসতে পারে সহজেই অনুমেয়। চীনে আসার আগে আমার এক বন্ধু সম্ভবত: এ কারণেই আমাকে প্রশ্ন করেছিল, তোমাদের দেশে ট্রেনে এতো মানুষ কেন? আমি জানতাম চীনে বসন্ত উতসবে প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করে। অবস্থা হয়তো বাংলাদেশের মতো না। কিন্তু তা ও বললাম, এটা ঈদের সময় মানুষের গ্রামে যাওয়ার ছবি...... গতরাতে রাজী ভাই কথা প্রসঙ্গে বললো, কেউ একজন তার সামনে সার্চ দিয়েছিলো।

সে কি লজ্জা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.