আমাদের কথা খুঁজে নিন

   

মুলার কেজি ১ টাকা, পেঁপে ২

হরতাল-অবরোধের কারণে বগুড়ায় সবজি বিক্রি হচ্ছে পানির দামে। তারপরও ক্রেতা নেই। গতকাল বগুড়ার বৃহত্তম সবজির হাট মহাস্থানে প্রতিকেজি মুলা ১ টাকা, পেঁপে, বাঁধা ও ফুল কপি ২ টাকা স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি হয়েছে। চাষিরা বলছেন হরতাল আর অবরোধের কারণে অর্ধেক দামেও সবজি বিক্রি করা যাচ্ছে না। এতে আবাদ খরচও উঠছে না।

জানা যায়, সারা দেশে টানা অবরোধের কারণে সবজি ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে। রাতে পুলিশি প্রহরায় কিছু কিছু ট্রাক সবজি নিয়ে ঢাকায় গেলেও বড় একটি অংশ থেকে যাচ্ছে অবিক্রীত। সারা দিন হাটে পড়ে থেকে সবজি যেমন নষ্ট হয়ে যাচ্ছে ঠিক তেমনি আবার পচেও যাচ্ছে। ব্যবসায়ীরা এক টাকা কেজি দরে বিক্রি করেছে মুলা। তারপরও মহাস্থান হাটে গতকাল মুলার কেনার ক্রেতা ছিল না।

টানা তিনদিন অবিক্রীত থেকে যাওয়া বাঁধা কপির পাতা হলুদ বর্ণ হয়ে যাওয়ায় পাতা ফেলে দিয়ে বিক্রি করা হচ্ছে ২ টাকা কেজি। স্থানীয় কিছু গরুর খামারিকে পাতা কপি কিনে নিয়ে যেতে দেখা গেছে। হাটে বিক্রির অপেক্ষায় থেকে পচার উপক্রম হয়েছে বেগুন-মুলা। সবজি ব্যবসায়ীরা বলছেন বগুড়ার মহাস্থান হাট থেকে বিভিন্ন জেলায় সবজি পরিবহন হয়ে থাকে কিন্তু টানা হরতাল আর অবরোধের মুখে ট্রাক মালিকরা ঝুঁকি নিতে চাইছেন না। বর্তমানে মহাস্থান হাটে অবরোধের আগে নতুন আলুর প্রতি কেজি ছিল ৪০ টাকা।

এখন সেই আলু বিক্রি হচ্ছে ২০ টাকা। বেগুন ১০ টাকা, টমেটো ৩০ টাকা, পটোল ১০ টাকা, নতুন পিয়াজ ৬০ টাকা, পালং শাক ১০ টাকা, বরবটি ১০ টাকা, ধনে পাতা ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বগুড়ার ট্রাকচালক শহিদুল জানান, ঢাকার কাওরান বাজারে যাওয়ার কথা। হরতাল আর অবরোধের কারণে যাওয়া হচ্ছে না। কাঁচামাল রাখাও যাচ্ছে না।

পচন ধরায় কিছু ফুল কপি, মুলা ফেলে দিতে হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় সবজি বোঝাই কিছু ট্রাক ঢাকায় নেওয়া হয়েছে। সেই অপেক্ষায় থাকতে হচ্ছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।