আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকারের জাতিসংঘীয় সংজ্ঞা কি আলাদা



মিরপুরের কসাই খ্যাত কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার কথা শুনে জাতিসংঘের তথাকথিত মানবাধিকারের সোল এজেন্টদের ঘুম হারাম হয়ে গেছে। ফাঁসি কার্যকর না করার জন্য অনুরোধ জানিয়েছে, চিঠি পাঠিয়েছে, আবার মানবাধিকার নিয়ে প্রশ্নও তুলেছে। জানতে বড়ই ইচ্ছে করছে এদের কাছে মানবাধিকারের সংজ্ঞাটা কি? মানবাধিকার কি শুধুই তোমরা ও তোমাদের আজ্ঞাবহদের পৈত্রিক সম্পত্তি? তোমরা কি একটু স্পষ্ট করবে তোমাদের দৃষ্টিতে মানবাধিকারের খাস ডেফিনিশনটা? তোমাদের মানবাধিকার কোথায় ছিল যখন পাক হায়েনাদের সহযোগী হয়ে এসব নরপশুরা ঝাপিয়ে পড়েছিল বাংলা মায়ের আপামর জনতার উপর? তোমাদের মানবাধিকার কোথায় থাকে যখন এখনো এসব নরপশুর দোসরদের তান্ডবে জীবন্ত দগ্ধ হয় নিরপরাধ মানুষ? কোথায় হারিয়েছিল তোমাদের মানবাধিকার যখন টনে টনে আমেরিকান বোমাতে প্রাণ হারাচ্ছিল হাজার হাজার বেসামরিক ইরাকী জনগণ? কোথায় লুকিয়ে থাকে তোমাদের মানবাধিকার যখন খোদ মার্কিন মুলুকে রিমান্ডের নামে হত্যা করা হয় মানুষ? যখন ফিলিস্তিনে হানাদার ইসরাইলীদের নগ্ন হামলা হয়, যখন মায়ানমারে পুড়িয়ে মারা হয়- বাস্তুচ্যুত করা হয় নিরীহ জনতাকে, যখন অ্যাঙ্গোলায় মসজিদ ভেঙ্গে মুসলমানদের ধর্ম পালনে বাঁধা দেওয়া হয় তখন কোথায় তোমাদের মানবাধিকার ঘোমটা দিয়ে থাকে? নাকি শুধুমাত্র বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য তোমাদের মানবাধিকার উৎলে উঠে? ধিক, তোমাদের সেই তথাকথিত মানবাধিকারকে- যেটা মানব রক্ষার নয়, মানব হত্যাকারীদের রক্ষার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.