আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে ব্লগ দিবস: এবার তিস্তার বুকে

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...
গতবারের মতো এবারো রংপুর বিভাগের সকল ব্লগাররা একত্রিত হতে চাচ্ছি। গতবছরের ১৯ ডিসেম্বর রংপুর বিভাগের বিভিন্ন স্হানের ব্লগাররা একত্রিত হয়েছিলাম উপমহাদেশের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে। এবারো একত্রিত হতে চাচ্ছি। ব্লগের প্লাটফরম এখন অনেক প্রসারিত হয়েছে। ব্লগে লেখালেখি বেড়েছে।

বেড়েছে ব্লগারের সংখ্যা। রংপুরের বিভাগের ব্লগারদের বিশাল একটা অংশ থাকে ঢাকায়। তারপরেও রংপুরে ব্লগারদের অবস্হান কম নেই। আশা করছি এবারো আমরা পালন করবো বাংলা ব্লগ দিবস। এবারের আয়োজনটা একটু ভিন্ন হতে পারে।

ভেন্যুটাও আলাদা হতে পারে। প্রাথমিক ভাবে চিন্তা করা হয়েছে এবারের ব্লগদিবসের ভেন্যু হবে লালমনিরহাট ও রংপুরের সীমান্তবর্তী স্হানে। অবাক হওয়ার কিচ্ছু নেই এবারের ব্লগাদিবসের আয়োজনটা হতে পারে জলপাইগুড়ি থেকে বয়ে আসা তিস্তার বুকে। তিস্তা নদী সংলগ্ন এলাকায়। যারা রংপুর বিভাগের এই আয়োজনে যোগ দিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন.. বাকিটুকু সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার মাধ্যম।

যোগাযোগ সায়ন ০১৭৩৮১৪৫৪৫৬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।