আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

অক্ষর-পরিচয় (সামান্য বিদ্যা/বর্ণপরিচয়/বর্ণজ্ঞান)- আট বছর বয়স হতে চলল, এখনো ছেলের অক্ষয় পরিচয় হয়নি।

অগড়-বগড়, অগড়ম-বগড়ম (অর্থহীন বা আবোলতাবোল কথা/পাগলের প্রলাপ)- তখন থেকে কী অগড়ম-বগড়ম বকে যাচ্ছ?

অগতির গতি (নিরুপায়ের সহায়, অসহায়ের আশ্রয়)- এই ঘোর বিপদে তুমিই অগতির গতি।

অগত্যা মধুসূদন (অনন্যোপায় হয়ে, উপায়ান্তর না থাকায়)- তার অনুরোধ এড়াতে পারলাম না, অগত্যা মধুসূদন আর কি।

অগাকান্ত, অগারাম, অগাচণ্ডী (একেবারে নির্বোধ, নিরেট বোকা)- তার মতো অগারামকে দিয়ে এ কাজ হবে না।

অগা মেরে যাওয়া (বোকা হয়ে যাওয়া, অকর্মণ্য হয়ে যাওয়া)- ছেলেটা দিন দিন একেবারেই অগা মেরে যাচ্ছে।

অগি্নগর্ভ (বলিষ্ঠ)- তার অগি্নগর্ভ বক্তৃতায় সকলেই অনুপ্রাণিত হয়।

অগ্রপশ্চাৎ (আগপাছ/সবদিক)- অগ্রপশ্চাৎ ভেবে কাজ করলে সমস্যায় পড়তে হয় না।

অঘটন-ঘটন-পটীয়সী (যে স্ত্রীলোক অঘটন ঘটাতে পারে)- তার মতো অঘটন-ঘটন-পটীয়সী স্ত্রীলোকের পক্ষে সবই সম্ভব।

অঘাটে জল খাওয়া (ভুল বা বাজে জায়গায় কাজের চেষ্টা করা/বাজে কাজ, ভুল কাজ বা অনুচিত কাজ করা)- অনেক অঘাটে জল খেয়ে এখন তার বুদ্ধি খুলেছে।

অঙ্গুলি-নির্দেশ/অঙ্গুলি-সংকেত (আঙ্গুল দিয়ে ইশারা বা নির্দেশ, নির্দেশ)- সমস্ত ঘটনাটা তারই অঙ্গুলি-সংকেতে ঘটেছে।

অজপাড়াগাঁ (একেবারে গ্রাম/গণ্ডগ্রাম)- তার মতো শহুরে লোক এই অজপাড়াগাঁয়ে এসে থাকতে পারবে?

অজুহাত দেখানো (তুচ্ছ এবং অপ্রকৃত কারণকে প্রকৃত কারণ হিসেবে দেখানো)- বাজে অজুহাত দেবার চেষ্টা করো না। তুমি যে সেদিন ইচ্ছে করেই আসনি সে তো বোঝাই যাচ্ছে। - শিক্ষা ডেস্ক

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.