আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে পুরা মানুষ.............

আমি বিশেষ কোন ব্যক্তি না, আমার সম্পর্কে বলার কিছুই নেই।

মাংসপোড়ার গন্ধ কোনোদিন পেয়েছেন? আমার মতে পৃথিবীর সবচাইতে বিকট গন্ধ হচ্ছে মাংসপোড়া গন্ধ! রান্না করতে গিয়ে হাত কমবেশী পুড়ানোর অভিজ্ঞতা আমাদের সবার আছে! শরীরের ৪০-৫০% অংশ পুড়ে গেলে কেমন লাগে জানা আছে, তাও যদি শ্বাসনালীসহ হয়? আমি বলছি; গন্ধ এতোটাই বিকট যে ডাক্তার পাশে দাঁড়িয়ে ড্রেসিং করতে পারেন না, মাস্কছাড়া! রুগীর কথা বাদ দিলাম- চোখ দিয়ে আমাদের পানি পড়ে রুগীর কষ্ট দেখে এই বার্ন ইউনিটে ঢুকলে! এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো না- এনেস্থেসিয়া দেয়ার চান্স থাকেনা অধিকাংশ ক্ষেত্রেই, রুগীর পাশে দাঁড়িয়ে ড্রেসিং করতে প্রচণ্ড মানুষিক শক্তির প্রয়োজন হয়! হাত কাঁপে, চোখ ঝাপসা হয়ে যায়, কখন পানিও ঝরতে থাকে! আর রুগী- ? এক রুগীর কথা বলি- চিৎকার করে খালি বিষ চেয়েছেন! মৃত্যুকে ডেকেছেন! চিরকাল মানুষের বাঁচার আকুতি দেখেছি, মৃত্যুকে কেউ এমনভাবে ডাকতে পারে- তা কল্পনার বাইরে ছিল! পুড়ে যাওয়া কালো কুচকুচে বিকৃত মাংসের দলার উপর চামড়া গজায়- ইনফেকশনের ভয়ে ওই সদ্য গজানো চামড়াকে ড্রেসিং-এর সময় ঘসে ঘসে তুলে ফেলা হয়, তারপর অ্যান্টিবায়োটিকস দিয়ে আবার ব্যান্ডেজ করা হয়! এ আসুরিক চিকিৎসা! কিন্তু উপায় নেই- ডাক্তার; সিস্টার, ওয়ার্ডবয় চোখের পানি চেপে যতটা সম্ভব সান্ত্বনা দেন, ড্রেসিং করেন- কারণ মানুষটাকে বাঁচাতে হবে! এ এমন এক জায়গা যেখানে ঢুকার আগে আমাদের মতো অ্যামেচারদের সতর্ক করা হয় যা আজ পর্যন্ত কোন জায়গায় করা হয়নি,পারমিশন থাকে- “সহ্য করতে না পারলে বের হয়ে যাবে!” এই বের হয়ে আসা বা মাথা ঘুরে পড়ে যাওয়া বা বমি করে দেয়া নিয়ে কেউ হাসে না- বরং সান্ত্বনা দেয়! বার্ন ইউনিট! দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় ১ভাগ মাত্র! এই আগুন এতো কষ্ট দিলে জাহান্নামে কি অবস্থা হবে? ছাই থেকে আবার তৈরি হবে, আবার পুড়ে ছাই হবে জাহান্নামীরা –এভাবে অনন্তকাল! আজ বারবার একটা কথাই মনে আসছে, যারা এই দুনিয়ায় আগুনের আঁচে পুড়ছেন তাঁদের যেন আল্লাহ্ জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আর যারা সাধারণ মানুষকে দুনিয়ার আগুনে পুড়াচ্ছে-জাহান্নামের আগুনই যেন তাদের শেষ পরিণতি হয়; সে যেই হোক না কেন! “……..whoever kills a soul unless for a soul or for corruption [done] in the land - it is as if he had slain mankind entirely. And whoever saves one - it is as if he had saved mankind entirely.” Surat Al-Mā'idah: 32 এক আল্লাহ্র দরবারে ফরিয়াদ করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের আর কিই বা করার আছে, কার কাছেই বা বিচার চাওয়ার আছে!? collected

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।