আমাদের কথা খুঁজে নিন

   

রাজণীতিবিদ ও কুটনীতিবিদ এর মধ্যে পার্থক্য কি? বুঝিয়ে বলো।

সসকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

আজ আমার বাংলাদেশী ভাইয়েরা বুঝতে পেরেছেন রাজতীতিবিদ আর কুটনীতিবিদ কাকে বলে? উহা দারা কি করা হয়? দেখো বন্ধু আজ জনগণের মধ্যে মানুষ জেগে উঠেছে।

কে বলেছে আমার বাংঙালী বোকা? বাংলাদেশের মানুষ এক চায়ের কাপে ঝর তুলছে “গনতন্ত্র কি?” , “রাজনীতি কি?” , “দূর্ণীতি দমন কমিশনের কাজই হলো দূর্ণীতি করা” , “বিএনপি কি?” , “আওয়ামী লিগ কি?” , “সংবিধান কি?” , “আইন কি?”। দেখো আজ একটি জাতিসত্ত্বা জেগে উঠেছে। চালিয়ে যাও বন্ধু। আর বসে থেকো না ওদের গড়া মায়াজালে। টিভির রিমোট, খবরের কাগজ, ইন্টারনেটে আসক্তি কিছু সময়ের জন্য বিসর্জন দিয়ে জেগে উঠুন দেখবেন পুরো সমাজ পরিবর্তন হতে বাধ্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।