আমাদের কথা খুঁজে নিন

   

দৌলতপুরে বিএনপির গায়েবানা জানাজায় ১৪৪ ধারা

বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার দুপুর ১২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবত থাকবে। আজ সকাল ৯টার দিকে এলাকায় মাইকিং করে এ ১৪৪ ধারা জারি করা হয়।

জানা গেছে, দৌলতপুর উপজেলা বিএনপি পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেলা ২টায় উপজেলার আল্লার দর্গা হাইস্কুল মাঠে চলমান রাজনৈতিক কর্মসুচীতে নিহত দলীয় নেতাকর্মীদের জন্য গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভা আহ্বান করে। জেলা বিএনপি নেতৃবৃন্দের এ সভায় যোগ দেয়ার কথা ছিল।

এদিকে, বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল হক চৌধুরী একই সময়ে একই স্থানে জনসভা করার ঘোষণা দেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আজ সেখানে ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন জানান, দু'দল একই স্থানে সভা আহ্বান করেছে, তাই আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু জানান, আল্লার দর্গা হাইস্কুল মাঠে গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচী ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ করে আওয়ামী লীগ নেতারা মাইকিং করে একই স্থানে সভা আহ্বান করে।

গায়েবানা জানাজার কর্মসূচী বানচাল করতেই আওয়ামী লীগ এ কর্মসূচী দিয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।