আমাদের কথা খুঁজে নিন

   

সদ্য ফাঁসি হওয়া কাদের মোল্লা এবং কিছু অপ্রিয় সত্যকথা । এই আব্দুল কাদের / কসাই কাদের নয় ।



সদ্য ফাঁসি হওয়া কাদের মোল্লা এবং কিছু অপ্রিয় সত্যকথা ও কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরছি, যেসব উত্তর আমি পাইনি.... ১. শেখ মজিবুর রহমান কেন একজন কসাই খুনি রাজাকারকে ইসলামিক ফাউন্ডেশনে চাকুরি দিয়েছিলেন? ২. রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরির সাথে যখন ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন তখন যুদ্ধপরাধী ছিলেননা কেন? ৩. ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কৃত করেছিল কেন একজন খুনি ধর্ষকে? তখন কেন অভিযোগ আসেনি? ৪. ১৯৭৭ সালে তিনি রাইফেলস স্কুল এন্ড কলেজের শিক্ষক পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তখন তিনি কসাই রাজাকার ছিলেন কেন? ৫. জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি একজন খুনি কিভাবে হয়েছিলেন? তখন কেন সুশীল সমাজের সমাজের কোন অভিযোগ ছিলনা? ৬. আওয়ামী এমপি গোলাম মওলা রনির ভাষ্যমতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ট্রেনিং নিয়েছিলেন। তাহলে কেমনে তিনি রাজাকার হলেন? ৭. ৭১ যুদ্ধের পর তিনি ঢাকা নামকরা উদয়ন স্কুলে শিক্ষকতা করেন। কিভাবে মুজিব প্রসাশনের অধীনে ৩৪৪ লোকের খুনি আবার ধর্ষক চাকরি পেয়েছিল?? ৮. কেন ২০১০ আগ পর্যন্ত তার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানা মামলা জিডি ছিলনা? ৯. ১৯৭১ এত অপরাধ করল অথচ কেন তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই? অমুকের কাছ থেকে শুনেছি, সে দেখেছিল এসব বিশ্বাসযোগ্যতা কতটুকু? ১০. শেষ প্রশ্ন কেন একজন মজলুম যে অন্যায় করেনি তা স্বীকার করে প্রান ভিক্ষা চাইবেন? আর কেন চাইলেন না? অপরাধীরা ত সুযোগ খুজে, তিনি অপরাধী হলে তিনি চাইতেন। স্যালুট মোল্লা সাহেব অন্যায়ের কাছে মাথানত না করার জন্য। *উপরের প্রশ্নগুলোর উত্তর দিন মেনে নিব যে কাদের মোল্লা যুদ্ধাপরাধী!!! *বাংলাদেশের ইতিহাস বলে কাদের মোল্লা যুদ্ধপরাধী নন। মুক্তিযুদ্ধে(কসাই কাদের) আর আব্দুল কাদের মোল্লা এক ব্যক্তি নন। এটা কারারক্ষীকে দেয়া চিঠি ও আওয়ামী এমপি গোলাম মওলা রনি এর ফেইসবুকে স্ট্যাটাস থেকে বোঝা যায়। **সুতরাং কাদের মোল্লা নিরপরাধ। আমার মতে শুধু ইসলামী আন্দোলন জন্য এই জালিম সরকার তাকে অন্যায়ভাবে হত্যা করল.... আমি তার রুহের মাগফিরাত কামনা করছি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।