আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে ভুলিয়ে রাখে

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! একটি মৃত্যু তোমাকে দূরে নিয়ে যায়। ছোট ছোট অসংখ্য বার মরে গেছি টের পেয়ে যারা আমাকে ছেড়েছে। ভাবো তাদের কি করে বলি নক্ষত্রের দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে! আজ বিদ্যুতের মেঘ হয়ে তুমি দূরে থাকো। ঘুমিও সাগরের জল। আমার মরে যাওয়া শেষে ওপারে তাকাবো।

হেঁটে হেঁটে মরে গেছি বাসের চাকায়। মরে গেছি একদিন গনধর্ষনে। ভুল রক্ত শরীরে নিয়ে মরে গেছি অথবা ডাক্তারের অবহেলায়। কি হয়! ওসব মরে যাওয়া আমাকে তোমার আরো বেশি কাছে আনে। আমাকে ভুলিয়ে রাখে শখ পরাভয়! সমুদ্র জ্বলে যায় চাঁদের আলোয়।

তোমার মৃত্যু আমাকে দিয়ে গেলো বিদগ্ধ অবসাদ। আমাকে ব্যাথা বলো বরফের হয়ে। একদিন ছিলে সকল ঐশ্বর্য দুহাতে ধরে আজ তবে পরিশ্রান্ত শিশুর মত ঘুমিয়ে রইলে ভালোই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.