আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের সরকার স্বপ্নের উন্নতি দেখাইতে পারলো না।আফসোস!!!!

দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর। বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে সরকার গঠন করে। আওয়ামীলীগ অনেক বছর পর এই রকম নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতা পেল।

সরকার ক্ষমতায় যেয়ে অনেক কাজের কথা বল্ল। আমরা যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব আনব,ঢাকার চারদিকে নদী খনন করে রিভার চ্যনেল তৈরি করব,মেট্রো রেল চালু করব,এলিভেটেড এক্সপ্রেস করব,পদ্মা ব্রীজ করব,ভূমি ব্যাবস্থাপনা ডিজিটাল করে ফেলব,আমরা ডীপ সি পোর্ট স্থাপন করব,আমরা বিদ্যুত ক্ষেত্রে পরিবর্তন আনব,পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করব,অর্থনিতিতে বিপুল গতি আনবেন এই রকম আরো কত কি?পুরো দেশবাসী স্বপ্নে মশগুল হয়ে গেল। ঠিকই তো। এই রকম সরকারই তো আমরা চাই। এই সব যদি করা হয় দেশের অর্থনিতিই তো পরিবর্তন হয়ে যাবে।

আজ চার বছর পর স্বপ্নগুলো কেমন জানি ফিকে হয়ে গেছে। কিসে বিভোর ছিলাম এত দিন!!সরকারের শেষ বেলায় এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অপ্রান চেষ্টা করছেন যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে কিন্তু কতটুকু পারবেন জানি না। দূর্নিতির কারণে পদ্মা ব্রীজ হলো না,মেট্রো রেলের টাকা রেডি তাও কাজ শুরু হচ্ছে না,শেয়ার বাজারের অবস্থা বেহাল,বিদ্যুতের কি অবস্থা সেটা গরম কালে টের পাওয়া যাবে তবে মনে হয়না ভালো কারণ শীতকালেও দেখি মাঝে মাঝে লোড শেডিং হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস,ভূমি ব্যাবস্থাপনা ডিজিটাল,ডীপ সি পোর্ট স্থাপন,পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন এসব করাতো বহুদূরের ব্যাপার। তার উপর লক্ষীপুরের আবু তাহের পূত্র বিপ্লবকে মাপ করা,বিকাশকে ছেড়ে দেয়া এসব করে সরকার নিজের জনপ্রিয়তা আরো কমিয়েছে।

এই বছরতো আসলে নির্বাচনের বছর। সব সরকারী টাকা খরছ হবে নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং দূর্নিতি আরো বাড়বে। টাকার ভাগ নিয়ে কাড়াকাড়ি আরো বাড়বে। যা সপ্ন দেখার সেটা বুঝা হয়ে গেছে,কতটুকু কি হয়েছে সেটাও জনগণ বুঝে গেছে।

স্বপ্নের সরকার স্বপ্নের উন্নতি দেখাইতে পারলো না। এটাই আফসোস!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.