আমাদের কথা খুঁজে নিন

   

সাতশ' বাংলাদেশিকে মুক্তি দিচ্ছে ভারত

পশ্চিমবঙ্গের কারাগারে আটক সাতশ' বাংলাদেশি বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ রাজ্যের বিভিন্ন জেলে প্রায় ৪ হাজার বাংলাদেশি বন্দি রয়েছে।

এর আগে গত দেড় মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ ৫১ জন নিরাপরাধ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে বলে আজ রবিবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

‘সীমান্ত থেকেই ফেরত নির্দোষদের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আনন্দবাজার জানায়, পশ্চিমবঙ্গে কারাবন্দি ৭শ বাংলাদেশির মুক্তির আদেশ হয়ে গেছে। এ রাজ্যের বিভিন্ন কারাগারে প্রায় ৪ হাজার বাংলাদেশি বন্দি রয়েছে।

এদের মধ্যে বিচারাধীন ৯শ এবং সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ২২শ । তাদের সঙ্গে শিশু রয়েছে অন্তত ২শ।  

এ সম্পর্কে কারাগারের আইজি রণবীর কুমার আনন্দবাজারকে বলেন, 'আমাদের অভিজ্ঞতা হল, এ দেশে ঢুকে পড়ার দায়ে যে-সব বাংলাদেশি জেল খাটেন, তাদের অধিকাংশেরই অপরাধের নজির নেই। কিন্তু দিনের পর দিন তাদের জেলে থাকতে হয়। ’তাই নিরাপরাধ এবং ভুল করে ভারত সীমান্তে ঢুকে পড়া বাংলাদেশিদের গ্রেপ্তার করার বদলে তাদেরকে সীমান্ত থেকেই দেশে ফেরত পাঠানো সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে ওই ৫১ জনকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৪৬ জন নারী ও শিশু এবং পাঁচ জন পুরুষ রয়েছেন।

২০০৯ সালের এক আফরোজার ঘটনাকে কেন্দ্র করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সীমান্ত থেকেই ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এ সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ মৈত্রীর পথে নতুন দিশা দেখাচ্ছে বলে পূর্ব ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কর্মকর্তারা দাবি করেছেন।

জানা গেছে,'নতুন সিদ্ধান্তানুযায়ী বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবি-র সঙ্গে ‘ফ্ল্যাগ মিটিং’ করে সঙ্গে সঙ্গেই ওই সব মহিলা ও শিশুকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

'

দিল্লির এই সিদ্ধান্তকে ঢাকাও স্বাগত জানিয়েছে বলে বিএসএফ দাবি করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি পশ্চিমবঙ্গ রাজ্যের কারা দপ্তরও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।