আমাদের কথা খুঁজে নিন

   

"ফিনিক্স হব"

আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর

হ্যাঁ আমি গিয়েছিলাম সেই শাহবাগে, সমস্ত পিঞ্জর ভেঙে; এই মৃত্যু উপত্যকা থেকে মুক্ত হয়ে বারবার ফিনিক্স হয়ে বেঁচে ফিরবো বলে; গিয়েছিলাম... ঘরে শিকল পরে, বুকে বিশ্ববিদ্যালয়য়ের সর্বোচ্চ সার্টিফিকেট ঝুলিয়ে আমি হয়ত হতে পারতাম তথাকথিত মেধাবী, ভালো ছেলে, কিন্তু আমি তো কখনোই শ্রেষ্ঠতার খেতাব চাইনি, যখন ছোট ছিলাম তখন হয়ত মায়ের স্বপ্ন ছিলো ছেলে বিখ্যাত হবে, বরণীয় হবে, হবে স্মরণীয়; পিতা-মাতার সমস্ত আবেগকে আমি কোনদিন কিছু দিতে পারিনি, কখনোই আমার নামের আগে-পিছে কেউ জুড়ে দেয়নি একটি বিশেষণও। আমার কণ্ঠ শুনে কেউ কখনও বলে নাই "বাহ, কি চমৎকার গলা তোমার...!" পিঠ চাপড়ে দিয়ে কেউ বলে নাই "কি সুন্দর আঁকো তুমি..." আমার কথা সুন্দর না, হাটা সুন্দর না, আমার পোশাক-আশাক কখনোই ছিলো না পরিচ্ছন্ন, আমি কখনোই অনুকরণীয় ছিলাম না এই সমাজে। তবে এসবের ভিড়েও একটা গুন আমার ছিলো, শুধু একটাই; "মাথা নত না করা" প্রত্যেক প্রজন্মযোদ্ধার এ গুন থাকতে হয়, প্রত্যেক মুক্তিকামীর এ গুন থাকতে হয়, প্রত্যেক শাহবাগীর এ গুন থাকতে হয়, তাই বারবার মরে মরে জেগে জেগে ছাইভস্ম ফিনিক্সের মত আমি একটাই উচ্চারণ করি "জয় বাংলা" তাই কখনই আমার অসাধারণ হয়ে ওঠা হলো না। তাই আমি আর দশজন জনতা। তাই আমি সাধারণ শাহবাগী। বীর বাঙালী জাগলো আবার জয় বাংলার প্রেমে, বিজয়গাথা রইল গাঁথা শাহাবাগের ফ্রেমে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।