আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ব্যয়বহুল রেস্টুরেন্ট (শেষ পর্ব)

চাই শুধু ভালবাসতে।

রেস্টুরেন্টের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে টেবিল ভরা মুখরোচক নানা বাহারের খাবার। বিশ্বের ব্যয়বহুল রেস্টুরেন্ট ও বিশ্বের ব্যয়বহুল রেস্টুরেন্ট (২য় পর্ব) এর পর আজ চলুন আরও কিছু রেস্টুরেন্টের সাথে পরিচিত হই। # অ্যাটমোস্ফেয়ার (Atmosphere) শুধু ব্যয়বহুল নয়, সবচেয়ে বেশি উচ্চতায় নির্মিত রেস্টুরেন্টগুলোর মধ্যে দুবাইয়ের অ্যাটমোস্ফেয়ার শীর্ষে। পৃথিবীর সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার ১২২ তলায় অবস্থিত এটি।

অঙ্কের হিসাবে ভূমি থেকে ৪৪২ মিটার উচ্চতায়। এর আগে সবচেয়ে বেশি উচ্চতায় ছিল কানাডার টরেন্টোতে অবস্থিত সিএন টাওয়ার এর ঘূর্ণায়মান রেস্টুরেন্ট। ৮২৮ মিটার উচ্চতার বুর্জ আল খলিফার মূল টাওয়ারের করপোরেট স্যুট লবি থেকে সরাসরি রেস্টুরেন্টে যাওয়ার জন্য নিজস্ব লিফট রয়েছে। অ্যাটমোস্ফেয়ার অ্যাটমোস্ফেয়ার এর লাউন্ঙ্জে একসঙ্গে ২১০ জন লোক বসতে পারেন। এ ছাড়া রয়েছে রেস্টুরেন্ট থেকে আমিরাতের চমৎকার আকাশ দেখার অভাবনীয় সুযোগ।

কেউ যদি খাওয়ার জন্য নির্দিষ্ট স্থান বুকিং দিতে চান, তাকে গুনতে হবে কমপক্ষে ৪২৮ মার্কিন ডলার। শুধু বৈকালিক চা পানের বিল আসবে প্রায় ১২০ ডলার। চারিদিক কাচের দেয়ালে ঘেরা রেস্টুরেন্টেটি এক হাজার ত্রিশ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের ভোজন রসিকরা দুবাইতে ছুটে আসেন তাদের রসনাবিলাস পুরা করতে। চেখে যান নিত্যনতুন বৈচিত্র‌্যপূর্ণ খাবারের স্বাদ।

আর চুকিয়ে যান মোটা অঙ্কের বিল। # এলবেট্রো সিয়ার্লা (ইতালি) মূলত সী-ফুডের ওপর নির্ভর করে ১৯৭০ সালে তৈরি হয় এলবেট্রো সিয়ার্লা রেস্টুরেন্টটি। কয়েক দশক পেরিয়ে গেলেও ধরে রেখেছে এর আভিজাত্য। আর ব্যয়ের দিক দিয়ে পরিণত হয়েছে ইতালির অন্যতম রেস্টুরেন্টে। দেশটির ঐতিহ্য আর শিল্প সংস্কৃতি দিয়ে রেস্টুরেন্টের চারপাশ সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এলবেট্রো সিয়ার্লা এলবেট্রো সিয়ার্লা অন্যান্য রেস্টুরেন্টের মতো বিশাল পরিসরে খাবার পরিবেশন করা হয় না এখানে। মাত্র তিনটি আইটেম থেকে এখানে যেকোন একটি বেছে নিতে পারেন ভোজন রসিকরা। প্রথমটি শুধু ভেজিটেবল দিয়ে, দ্বিতীয়টি মাছ ও মাংসের আর তৃতীয়টি ভুট্টা ও গমের তৈরি। তবে প্রত্যেকটি খাবারই সী-ফুডের আধিক্য লক্ষ্য করা যায়। মেক্সিকান, জার্মানি ও কানাডিয়ানরা এই রেস্টুরেন্টের বেশিরভাগ গ্রাহক।

# এল অ্যাম্পেরো (স্পেন) স্পেনের রাজধানী রিয়াল মাদ্রিদে অবস্থিত আকর্ষণীয় ও আভিজাত্যে ভরপুর এই রেস্টুরেন্টটি। বিশেষ করে স্যামন ফিশের জন্য বিখ্যাত এটি। বিশ্বের বিভিন্ন দেশের ভোজনরসিকরা স্যামন মাছের স্বাদ গ্রহণ করতে। পর্যটকদের কথা মাথায় রেখে এখানকার ওয়েটারদের বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দেওয়া আছে। ফলে যে কোন ভাষাভাষীর গ্রাহকরা স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতে পারেন।

এল অ্যাম্পেরো এল অ্যাম্পেরো এ ছাড়া স্প্যানিশ ঐতিহ্য ও রীতির সমন্বয়ে রয়েছে বেশ কিছু মজাদার ও আকর্ষণীয় খাবার। তবে সবাইকে ছাপিয়ে গেছে স্যামন ফিশ। একেকটি মাছের দাম রাখা হয় ১৮০ ডলার। প্রজাতি ও আকারভেদে এর মূল্য ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। ইতালি, রাশিয়া ও রুমানিয়ার ভোজনরসিকরা এখানে ছুটে যান রসনা পূজা করতে।

আর গুনে যান মোটা অঙ্কের টাকা। চাহিদার কথা বিবেচনা করে স্পেনের বিভিন্ন শহরে এর শাখা খোলার দাবি জানিয়েছে গ্রাহকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.