আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটের খরচ কমান অ্যান্ড্রয়েডের জেলী বিন ব্যবহারকারীরা!

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!
অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বিশেষ করে জেলী বিন ব্যবহারকারীরা অধিকাংশই ইন্টারনেট চালিয়ে থাকে। তাদের অনেকেই আছে, যারা মিনি প্যাক বা সীমিত এমবি বা ডেটা নিয়ে কিনে ইন্টারনেট চালিয়ে থাকে। এক্ষেত্রে তারা ইন্টারনেট চালানো অবস্থায় ভুলে যায় যে, তাদের ডেটা প্যাকেজটি খুবই লিমিটেড বা সীমিত। কারণ, অ্যন্ড্রয়েড স্মার্টফোনগুলো ইন্টারনেট ডেটা তুলনামূলক অনেক কনজ্যিউম করে থাকে।

এটা অনেকের জন্য অনেকেই বিরক্তিকর হয়ে থাকে। কারণ, কিছুক্ষণ আগে সাবস্ক্রাইব করা ইন্টারনেট প্যাকটি অনেক দ্রুতই শেষ হয়ে গেল। এই সমস্যার সমাধানের জন্য অ্যান্ড্রয়েড তাদের আপগ্রেডেড ভার্সন জেলী বিন-এ একটি চমৎকার সুবিধা রেখেছে। যার নাম ‘ডেটা ইউসেজ’ এই অপশনটি ব্যবহার করে সহজেই জানা যাবে কতটুকু ডেটা খরচ হয়েছে। এমনকি কোন কোন অ্যাপ কতটুকু ডেটা কনজ্যিউম করেছে তার একটি তালিকা।

এর আরো একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে, ব্যবহারকারী কতটুকু ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক সে অনুযায়ী ‘ডেটা লিমিট’ দেয়া যায়। এই বৈশিষ্ট্যটির জন্য ব্যবহারকারী’কে উক্ত অপশনে গিয়ে স্ট্যাটাস চেক করার কোন প্রয়োজন নেই। কারণ, এটি নিজে থেকেই ডেটা লিমিট পর‌্যন্ত ব্যবহার করলে নোটিফিকেশন বারে দেখাবে। আর ইন্টারনেটটি ডিজঅ্যাবল করে দিবে। পরবর্তীতে আবার প্রয়োজনে এনাবেল করে নেয়া যাবে।

আর এটি করার জন্য : বিস্তারিত নিচের লিংকে এখানে ক্লিক করুন। আমরা ফেসবুকেও আছি
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.