আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার মানুষ



চেতনার মানুষ _____শাফিক আফতাব_____ দুঃস্বপ্নে রাত্রি কাটে__কখনো দেখি, একটি সর্প আমাকে তাড়া করছে, কখনো দেখি__পাহাড় থেকে আমি নিচে পড়ে গেলাম, কখনো দেখি__আমি হাওয়া হাওয়ায় উড়ছি__কখনো দেখি, আমাকে পানিতে কে যেন ডুবিয়ে ধরেছে, দুঃস্বপ্নে রাত্রি কাটে __রাস্তার পাশে নগ্ন মানুষদের দেখি অবিকল কুকুরের মতোন সঙ্গমে লিপ্ত, আর শহরের প্রতিটি ফ্লাট বেশ্যার খুপরি হয়ে গেছে। কখনো দেখি__আমাকে তাড়া করছে একটি তুখোর বনশৃগাল__একটি হায়েনা, কখনো দেখি জীবেন যাকে ভালোবাসিনি __সেই শয্যাসঙ্গিনী হয়ে গেছে, তার উপদ্রুত এলাকায় আমি বর্ষার প্লাবন দিয়েছি। এইসব ঘোরের ভিতর রাত্রি কাটে__আমি স্বপ্ন দেখি__না স্বপ্ন আমাকে দেখায় ? না সারাদিনের যাপিত সময়ের ফোকাস বায়োস্কোপ হয় আমার চেতনায় ? সারাদিন যায়__ কত কিছু চোখের পর্দায় আস্তর হয়, রাত্রির গভীরে চোখ বুজে ঘুম এলে চেতনার মানুষগুলো আমাকে কাঁদায়, হাসায়, রিরংসায় অনুগামী করে __ নয়তো ভয়াল বাক্যবলি আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। আমি ক্ষত_বিক্ষত হতে থাকি__সময়ের ধকলে বিকল হতে থাকে আমার চেতনা আমি আমার প্রাণটুকু ভ্যানিটে ব্যাগে করে অসীমে অনন্তে পালাতে উদ্যত হই। ১৭.১২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।