আমাদের কথা খুঁজে নিন

   

টিউনার ভাইয়াদের সাহায্য চাই, Please HELP.

আমি গত রমজান মাসে পিসি কিনেছি। তখন আমি আমার Nokia C2-01 কে ব্লুটুথ মডেম হিসেবে ব্যবহার করেছি। এতে গড়ে ২২-২৫ কিলোবাইট ডাউনলোড স্পিড পেতাম। কিন্তু সমস্যা হল ১৫-২০ মিনিট পরপর ফোন হ্যাং হতো(এখনও হয়) ও নেট ডিসকানেক্ট হয়ে যেতো। তাই কিছু দিন আগে একটা গ্রামীণফোনের ZTE মডেম কিনেছি।

মডেমের মডেল MF-193A. কিন্তু মডেম ব্যবহারের অভিজ্ঞতা খুবই খারাপ। মডেম দিয়ে এখন কোনো রকমে ৬-৭ কিলোবাইট পর্যন্ত স্পিড উঠে। আবার, একই সিম, একই স্থানে Nokia C2-01 এ লাগিয়ে তাকে ব্লুটুথ মডেম হিসেবে ব্যবহার করলে ঐ ২২-২৫ কিলোবাইট স্পিড উঠছে।
এখানে বলে রাখি, বেজ টাওয়ার থেকে আমার বাড়ি প্রায় ৮ কিলোমিটার দূরে। আমি CPUর পিছনের USB পোর্টে মডেম লাগিয়ে চালাই (সামনের USB পোর্টে লাগালে USSD দিয়ে ব্যালেন্স চেক করার সময় মাঝে মাঝে Device not found লেখা আসে ও মডেম গরম হয়, খুব সম্ভত কম দামি কেসিং এর কারণে; কেসিংটা A-Techএর, দাম ২৯০০)।

CPU টেবিলের উপরে থাকে অর্থাৎ মডেম মাটি থেকে প্রায় ২-২.৫ মিটার উপরে থাকে।
এখন আমার প্রশ্ন হলো একই স্থানে, একই সিমে, একই প্যাকেজে(GP, Night Time Unlimited 12am-10am) ফোনকে মডেম বানালে যে স্পিড ও অরিজিনাল মডেমের স্পিডের পার্থক্য এতো বেশি হওয়ার কারণ কী? এটা কী মডেমের সমস্যা? নাকি অন্য কিছু?
মডেমের সাথেই ১৮০ টাকা দিয়ে BNLএর ৩ মিটার লম্বা একটা এক্সটেন্ডেড USB কিনেছি, কিন্তু ওটাতে মডেম লাগালে শুধু Device not found লেখা আসে, মডেমে শুধু লাল বাতি জ্বলে, সবুজ জ্বলে নয়া।
প্লিজ, টেকি ভাইয়ারা হেল্প করেন।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.