আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভীষণ ইচ্ছে করে

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

আমার ভীষণ ইচ্ছে করে তোমার কাছে যাই, তোমায় নিয়ে গুন গুনিয়ে সুখেরি গান গাই । আমার ভীষণ ইচ্ছে করে ধরি তোমার হাত, তোমার হাতেই পার করিবো দিন ফুরিয়ে রাত ।

আমার ভীষণ ইচ্ছে করে তোমার কাছে যেতে, ভালোবাসায় ভরিয়ে দিতে বুকটা দিবো পেতে । তোমার কুলে মাথা রেখে শুনতে তোমার গান, খুজে নিতে লুকিয়ে থাকা গোপন অভিমান । আমার ভীষণ ইচ্ছে করে যাই হয়ে যাই পাখি, সকাল বিকাল তোমার নীড়ে করি ডাকা ডাকি । তোমার চোখে চোখটি রেখে আঁকতে মধুর স্বপন, নিত্য আমি মনের কোণে করছি যাহা বপন । আমার ভীষণ ইচ্ছে করে একখানা ঘর বাঁধতে, সুখে দুঃখে তোমায় ধরে ইচ্ছে মতো কাঁদতে ।

তোমার কাছে যাবো ভেবে হই যে দিশেহারা, দেখবো তোমায় মনটি ভরে অনন্তকাল সারা । আমার ভীষণ ইচ্ছে করে তোমার প্রেমে ভেসে, হারিয়ে যেতে চিরতরে তোমার প্রেমের দেশে । তোমারও কি ইচ্ছে গুলো কাঁদে আমার মতো, যখন তখন ভাবিয়ে তুলে ইচ্ছের ইচ্ছে মতো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।