আমাদের কথা খুঁজে নিন

   

মেনন-ইনুর আয়ের অন্যতম উৎস টকশো

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর আয়ের অন্যতম উৎস টিভি টক-শো। তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক-শোয় অংশ নিয়ে বার্ষিক লাখ টাকা আয় করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী হলফনামায় আয়ের এ তথ্য দিয়েছেন এ দুই রাজনীতিবিদ।

নির্বাচনী মন্ত্রিসভার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন, ব্যবসা থেকে বার্ষিক ৬ লাখ এবং পত্রিকায় লেখা ও টিভি টক-শো বাবদ বার্ষিক আয় ১ লাখ ৭৫ হাজার টাকা।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন, ব্যবসা থেকে বার্ষিক তিনি ৮ লাখ ৫ হাজার ৪৫০, চাকরি থেকে ১৬ লাখ ৫০ হাজার ১৩২ এবং টিভি টক-শো থেকে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা আয় করেন। বর্তমানে বাংলাদেশের প্রায় সব বেসরকারি টিভি চ্যানেলে টক-শো প্রচারিত হচ্ছে। সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি নিয়ে এখানে আলোচনা করা হয়। এতে অংশ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.