আমাদের কথা খুঁজে নিন

   

রংপুর ও বীরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে গতকাল রংপুর ও দিনাজপুরের বীরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নিজস্ব প্রতিবেদক, রংপুর : এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টির একাংশ গতকাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। আরেক অংশ গতকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে। গতকাল রংপুরে হরতালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নেতা-কর্মীরা মাঠে না থাকলেও সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

বন্ধ থাকে কাঁচাবাজারও। অটোরিকশা চলেনি, মোটরসাইকেলও বের করেনি কেউ। পায়ে হেঁটে অফিস-আদালতে যেতে হয়েছে সংশ্লিষ্টদের। মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম কালু বলেন, এরশাদের মুক্তির জন্য ৪৮ ঘণ্টা নয়, প্রয়োজনে ৪৮ দিন দোকানপাট বন্ধ রাখা হবে। দিনাজপুর : হরতাল চলাকালে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরের তাজমহল সিনেমা মোড়ে বেড়িকেট দিয়ে লাঠি নিয়ে পিকেটিং করে।

দুপুরে বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.