আমাদের কথা খুঁজে নিন

   

সিটি কর্পোরেশন হলো রংপুর

ঢাকা, জুলাই ০১ - রংপুরকে দেশের দশম সিটি কর্পোরেশন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই এ সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হচ্ছে। আইন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারির ১৮০ দিনের মধ্যে নতুন এ সিটি কর্পোরেশনে নির্বাচন দিতে হবে। এ লক্ষ্যে শিগিররই রংপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছন। রংপুরকে সিটি কর্পোরেশনকে ঘোষণার দাবিতে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন। নতুন অর্থবছর থেকেই তারা এ কর্পোরেশনের জন্য বরাদ্দ রাখারও দাবি জানিয়ে আসছিলেন। রংপুর পৌরসভা ছাড়াও রাজেন্দ্রপুর, সাতগাড়া, হরিদেবপুর, উত্তম, দর্শনা, তামপাট, তপোধন, সদ্যপুষ্করনী, পরশুরাম, চন্দনপাট, কাউনিয়া উপজেলার সারাই এবং পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে এই সিটি কর্পোরেশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.