আমাদের কথা খুঁজে নিন

   

কোটচাঁদপুরে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে ১৮ দলীয় নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ১৮ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে গেট ভেঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে।

কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান আলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের সব কাগজপত্র ভস্মীভূত হয়ে যায়।

এদিকে, কালীগঞ্জে টায়ার জ্বালিয়ে ও মহেশপুর সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ সকালে কালীগঞ্জ উপজেলার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের সামনে পিকেটাররা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে সড়কে যান চলাচলের পরিবেশ স্বাভাবিক করে।

অন্যদিকে, মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারের সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।