আমাদের কথা খুঁজে নিন

   

কোটচাঁদপুরে অভিযানের সময় নিজের সর্টগানের গুলিতে কনেস্টেবল আহত

ঝিনাইদহ কোটচাঁদপুর থানায় নিজের কাছে থাকা সর্টগানের গুলিতে রিপন হোসেন নামে এক কনেস্টেবল আহত হয়েছে।

আজ বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিন্দিয়া মামুনমিয়া এলাকায় সে আহত হয়।

কোটচাঁদপুর থানার ওসি শাহাজান আলী খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচনের দিন দুর্বৃত্তরা কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া হরিন্দিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। এতে স্কুলের শ্রেণিকক্ষসহ চেয়ার, বেঞ্চ, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভস্মিভূত হয়ে যায়।

এ মামলায় অভিযুক্ত আসামিদের ধরতে গিয়ে অসবাধানবসত কনেস্টেবল রিপনের কাছে থাকা সর্টগানের গুলি বেরিয়ে তার উরুতে লেগে গুরুতর আহত হয়েছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।